Justin Trudeau: Canada's Prime Minister Justin Trudeau resigns as Liberal Party leader

Justin Trudeau: দলে অন্তর্বিরোধের জেরে ইস্তফা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর, উত্তরসূরির নাম নিয়ে জল্পনা

চাপের মুখে পড়ে শেষমেশ কানাডার শাসক দল তথা লিবারেল পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau Resigns)। তবে পরবর্তী নেতা নির্বাচন করা পর্যন্ত আপাতত প্রধানমন্ত্রী পদে থেকে যাবেন তিনি।

২০১৫ সালে কনজরভেটিভ পার্টির এক দশকের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন জাস্টিন ট্রুডো। প্রাথমিকভাবে তাঁর জনপ্রিয়তা ছিল আকাশ-ছোঁয়া। সেই সময় কানাডাবাসী বলত, দেশকে তিনি উদারপন্থী শিকড়ে ফিরিয়ে এনেছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে, খাদ্য ও আবাসন খাতে খরচ বৃদ্ধি এবং ব্যাপক হারে উদ্বাস্তু সংখ্যার বৃদ্ধি, তাঁর জনপ্রিয়তায় থাবা বসিয়েছে। ভোটারদের মধ্যে এই বিষয়গুলি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই মধ্যে সরে গেলেন ট্রুডো।

সোমবার কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেল’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ন’বছর ধরে প্রধানমন্ত্রিত্ব সামলানোর পরে সরকার এবং দলের দায়িত্ব ছাড়তে চলেছেন ট্রুডো। আসন্ন নির্বাচনে পরাজয়ের আঁচ পেয়েই তিনি ও সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ট্রুডো ইস্তফার ঘোষণা করলেন। লিবারেল পার্টির প্রভাবশালী নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডর সঙ্গে সংঘাতও ট্রুডোর ইস্তফার অনুঘটক বলে মনে করা হচ্ছে। ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণেই তিন সপ্তাহ আগে ইস্তফা দিয়েছিলেন ফ্রিল্যান্ড। গত এক বছরে লিবারেল পার্টির একাধিক হেভিওয়েট সাংসদ, যেমন শন কেসি এবং কেন ম্যাকডোনাল্ড, প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগের দাবি জানিয়েছেন। একটি প্রতিবেদনে জানা যাচ্ছে, অন্তত ২০ জন লিবারেল সাংসদ ট্রুডোর বিরুদ্ধে একত্রিত হয়ে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

তা ছাড়া, সরকার বাঁচাতে খলিস্তানপন্থী নেতা জগমীত সিংহের দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন নেওয়ার কারণেও দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রুডো। তাঁর জমানায় নয়াদিল্লি-অটোয়া কূটনৈতিক সম্পর্কও তলানিতে ঠেকেছিল।