kenyan mother agnes nespondi gave birth 11 blind son

Blind: ১১ অন্ধ সন্তানের জন্ম দিলেন মা, দুনিয়ার আলো দেখতে পায় না একজনও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেনিয়ার কিসুমু গ্রামের বাসিন্দা অ্যাগনেস। তাঁর গর্ভ থেকে শুধু অন্ধ সন্তানের জন্ম হয়। তিনি এগারোটি সন্তানের জন্ম দিয়েছেন এবং সকলেই অন্ধ। প্রায় ২১ বছর আগে তাঁর স্বামী মারা যায়। তার পর থেকে তিনি প্রতিটি শিশুদের দেখাশোনা করছেন। একা এগারোটি সন্তানের যত্ন নেওয়া, তাঁদের অন্ন সংস্থান ক্রমশ কঠিন হয়ে উঠেছে সেই মায়ের পক্ষে। অ্যাগনেস তাঁর জীবন সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছেন। তিনি জানান, বিয়ের পর তাঁর জীবন সুখ-শান্তিতে ভরপুর ছিল।

প্রথমবার যখন অ্যাগনেস গর্ভবতী হন , তখন পরিবারে খুশির অন্ত ছিল না। তাঁর প্রথম পুত্রসন্তান অন্ধ হয়েই জন্ম নেয়। শিশুটি দেখতে পায় না বলে প্রাথমিকভাবে ধরতে পারেননি চিকিৎসকরা। কিন্তু পরে অ্যাগনেস ও তাঁর স্বামীর সন্দেহ হলে তাঁরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।অ্যাগনেস আরও দশবার গর্ভবতী হন। প্রতিবারই অন্ধ সন্তানের জন্ম হয়েছে। তিনি এবং তাঁর স্বামী একসাথে সমস্ত বাচ্চাদের দেখাশোনা করেছিলেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন অ্যাগনেসের স্বামী মারা যান।

অ্যাগনেসের গ্রামবাসীরা বিশ্বাস করেন, তিনি অভিশপ্ত। কেউ তাঁর উপর কালা জাদু করেছেয। সেই জন্যই তাঁর সমস্ত সন্তান অন্ধ হয়ে জন্ম নিয়েছে।এখন তাঁর প্রথম ছেলের বয়স চল্লিশ পেরিয়েছে। এত কিছুর পরও তিনি নিজেই সবার যত্ন নেন। তাঁর সন্তানরা ভিক্ষা করে অ্যাগনেসকে সাহায্য করেন।

মায়ের কাছে তাঁর সন্তান বার্ধক্যের ভরসা। মা অনেক প্রত্যাশা নিয়ে সন্তানকে লালন-পালন করেন। কেনিয়ার বাসিন্দা অ্যাগনেস নেসপন্ডিও এমনই কিছু ভেবেছিলেন হয়তো! তবে ভাগ্য যেন তাঁকে নিয়ে ছেলেখেলা করল!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest