অ্যামাজন কর্তাকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন এই ফরাসি ধনকুবের

৭২ বছরের আরনল্টের ২০২০-এর মার্চে সম্পত্তি ছিল ৭৬ বিলিয়ন ডলার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ, ১৮৬.৩ বিলিয়ন ডলার। শেষ ১৪ মাসে আরনল্টের সম্পত্তি বেড়েছে ১১০ বিলিয়ন ডলার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জেফ বেজোস, এলন মাস্ককে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট। Forbes Real-Time Billionaires List বলছে, ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলির মোট সম্পত্তির পরিমাণ ১৮৬.৩ বিলিয়ন ডলার।

শেষ কয়েকমাসে আরনল্ট ৫৩৮ মিলিয়ন ডলার ব্যয় করে নিজের ব্র্যান্ডেরই শেয়ার কিনেছেন। চলতি বছরের প্রথম কোয়ার্টারে ১৪ বিলিয়ন ইউরো উপার্জনের পর স্পেস এক্স-এর মালিক এলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির স্থান ছিনিয়ে নিয়েছিলেন বেরান্ড আরনল্ট।

আরও পড়ুন :   SBI Xpress Credit: আবেদন জানান মিসড কলে, ২০ লক্ষ টাকা পর্যন্ত

পরিসংখ্যানে উল্লেখ, ২০২০ সালের প্রথম কোয়ার্টারের তুলনায় ২০২১ সালের প্রথম কোয়ার্টারে বেরান্ড আরনল্ট ৩২% বেশি উপার্জন করেছে। বেরান্ড আরনল্ট-এর কোম্পানি Louis Vuitton Moet Hennessy বিশ্বের অন্যতম প্রধান ফ্যাশন লাক্সারি পণ্য কোম্পানি।

ফরাসি বিলিনিয়র বেরান্ড আরনল্ট-এর বর্তমানে মোট সম্পত্তি রয়েছে ১৮৬.৩ বিলিয়ন ডলার। অ্যামাজন কর্তা জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা কেড়ে নিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ ১৮৬ বিলিয়ন ডলার। অর্থাৎ আরনল্ট এগিয়ে রয়েছে ৩০০ মিলিয়ন ডলারে। তৃতীয় স্থানে রয়েছেন, টেসলার সিইও এলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪৭.৩ বিলিয়ন ডলার।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ৭২ বছরের আরনল্টের ২০২০-এর মার্চে সম্পত্তি ছিল ৭৬ বিলিয়ন ডলার। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ, ১৮৬.৩ বিলিয়ন ডলার। শেষ ১৪ মাসে আরনল্টের সম্পত্তি বেড়েছে ১১০ বিলিয়ন ডলার। অর্থাৎ মহামারীর সময়ে প্রচুর অর্থলাভ হয়েছে Louis Vuitton Moet Hennessy কোম্পানির, ভাগ্য খুলেছে ফরাসি ধনকুবেরের।

আরও পড়ুন : SBI Xpress Credit: আবেদন জানান মিসড কলে, ২০ লক্ষ টাকা পর্যন্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest