Many passengers died as fire caught in a launch at Bangladesh’s Jhalkathi

বাংলাদেশে যাত্রিবাহী লঞ্চে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৩২ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে (Bangladesh)। এবার রাজধানী ঢাকা থেকে কিছুটা দূরে মাঝনদীতে দাউদাউ করে জ্বলে উঠল একটি যাত্রীবাহী লঞ্চ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩২ জনের। জখম বহু।

‘এমভি-১০ অভিযান’ নামে একটি লঞ্চ হাজার খানেক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। সুগন্ধী নদীতে যাওয়ার সময় আগুন লাগে ওই লঞ্চে। পরে লঞ্চটিকে দিয়াকুল গ্রামে নোঙর করানো হয়। আগুন লাগার পর অনেক যাত্রী নদীতে ঝাঁপ দেন। তাঁদের একাংশ সাঁতার জানতেন। কিন্তু অনেকেই তা জানতেন না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: তিন দিনের সফরে ঢাকা উড়ে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রমনা কালীমন্দিরে দেবেন পুজো

খবর পেয়ে দমকলের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সে দেশের দমকল কর্তারা। যদিও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ করতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্তাদের। ঘটনায় নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

বরগুনা জেলা প্রশাসক মো. জোহর আলি জানিয়েছেন, দগ্ধ অবস্থায় অন্তত বহু যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।

আরও পড়ুন: সাড়ে ৫ হাজার কোটির বিবাহ বিচ্ছেদ! আদালতের রায়ে অস্বস্তিতে দুবাইয়ের শেখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest