Multiple People Shot at New York Subway Station

New York: ব্রুকলিন মেট্রো স্টেশনে এলোপাথাড়ি গুলি, শুট আউটে আহত ১৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবার বন্দুকবাজের হানা নিউ ইয়র্কে। মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিস্ফোরমের শব্দ। এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন আততায়ী। সানসেট পার্কের অনতিদূরের এলাকা ধোঁয়ায় ভরে যায়। স্টেশন থেকে শোনা যায় আমজনতার আর্ত চিৎকার। নিউ ইয়র্ক প্রশাসন সূত্রে খবর, এই আততায়ী হামলায় অন্তত ১৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। অকুস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকও।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের ব্রুকলিনের (Brooklyn) একটি মেট্রো স্টেশনের সাবওয়েতে। আচমকা মুখোশ পরা এক বন্দুকবাজ এলেপাথাড়ি গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হন ১৩ জন। নিউ ইয়র্ক পুলিশ ব্রুকলিন মেট্রো স্টেশন চত্বরে ঘিরে ফেলে তদন্তে নেমেছে। টুইটারে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে গুলিবদ্ধ হয়ে প্লাটফর্ম পড়ে রয়েছেন আহতরা। প্লাটফর্মের মেঝে রক্তাক্ত। একটি ভিডিওতে প্লাটফর্মে ধোঁয়া দেখা গিয়েছে বলেও দাবি। ঘটনাটি জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি মার্কিন সংবাদ মাধ্যমের দাবি করেছে, বন্দুকবাজ নির্মাণ কর্মীর পোশাক পরেছিলেন। তার মুখে ছিল গ্যাস মাস্ক।

আরও পড়ুন: ইংল্যান্ডের রানির থেকেও বেশি সম্পত্তি! কর এড়িয়ে বিতর্কে ইনফোসিস কর্তার মেয়ে

স্থানীয় একটি সংবাদ মাধ্যম আতঙ্ক বাড়িয়ে জানিয়েছে, অভিযুক্ত এখনও ওই অঞ্চলেই রয়েছে। ফের হামলার আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্দুকবাজের হামলার পর মেট্রো চলাচল বন্ধ রেখেছে ব্রুকলিন প্রশাসন। তবে পুলিশ নিশ্চিত করেছে ব্রুকলিনের ওই মেট্রো স্টেশনের সাবওয়েতে তল্লাশি চালিয়ে নতুন করে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক পুলিশ নাগরিকদের উদ্দেশে একটি টুইটে জানিয়েছে, “ব্রুকলিনে ৩৬ নং সাবওয়েতে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সক্রিয় রয়েছে পুলিশ। সেখানে নতুন করে কোনও বিস্ফোরক মেলেনি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বলা হচ্ছে, নির্দিষ্ট নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহয়োগিতা করুন। বিস্ফোরণস্থলে ভিড় বাড়াবেন না। এই ঘটনা সংক্রান্ত নতুন তথ্য পেলে তা দ্রুত জানানো হবে।”

আরও পড়ুন: Pakistan: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, শপথগ্রহণ আজই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest