কেবল মুসলিম হওয়ার কারণে কানাডায় একই পরিবারের ৪ জনকে হত্যা !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে কানাডায়  একই পরিবারের চার সদস্যকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশও বলছে, সম্ভবত মুসলমান হওয়ার কারণেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে।

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতেরা পাকিস্তানি বংশোদ্ভুত। আজ (মঙ্গলবার) বিভিন্ন সূত্র জানিয়েছে,  পরিবারের একমাত্র বেঁচে যাওয়া নয় বছর বয়সী শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডিয়ান পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পল ওয়েট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ধারণা করা হচ্ছে পরিবারটি মুসলমান হওয়ার কারণেই তাদের ওপর এই হামলা করা হয়েছে।’

আরও পড়ুন : অবসরে যাচ্ছে কম্বোডিয়ার ‘বীর’ স্বর্ণপদকজয়ী সেই ইঁদুরটি

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যান নয় থেকে ৭৪ বছর বয়সী একই পরিবারের পাঁচ সদস্যের ওপর ট্রাক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় চারজন নিহত হয়েছেন এবং একটি শিশু বেঁচে গেছে।

ঘটনার পর লন্ডন শহরের বাসিন্দা ভেলটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একজনকে হত্যার চেষ্টার মামলা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে।

২০১৭ সালের কুইবেক সিটির একটি মসজিদে ছয় জন নিহত হওয়ার পর কানাডার মুসলমানদের বিরুদ্ধে একে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই কানাডায় ইসলামবিদ্বেষ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন : রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ সভার অধিবেশনে ফের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest