Pak restaurant ad uses Alia Bhatt’s image from ‘Gangubai Kathiawadi’, courts flak

‘পুরুষরা খেতে আসুন’, রেস্তোরাঁর বিজ্ঞাপনে ‘গাঙ্গুবাই’! বিতর্কের ঝড় পাকিস্তানে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাকিস্তানের (Pakistan) রেস্তোরাঁয় পুরুষ গ্রাহকদের ডাকতে দেখা গেল আলিয়া ভাটকে! হ্যাঁ ঠিকই পড়ছেন, করাচির এক হোটেল প্রতি সোমবার পুরুষ দিবস পালন করার উদ্দেশে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র একটি জনপ্রিয় দৃশ্য ব্যবহার করেছে! তবে রেস্তোরাঁর এহেন পদক্ষেপ ভালোভাবে নেয়নি নেটিজেনরা। এই বিজ্ঞাপন প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়েছে (Ad controversy)। বিপাকে পড়েছে এই রেস্তোরাঁ।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সেই ছবিতে কামাঠিপুরার এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সেই ছবিরই একটি দৃশ্য ইনস্টাগ্রামে ব্যবহার করে নিজেদের প্রচার চালাচ্ছে করাচির এক রেস্তোরাঁ। সেখানে দেখা যায়, রোজগারের তাগিদে পুরুষদের হাতের ইশারায় ডাকছে গাঙ্গু। নাম করা এই রেস্তোরাঁয় সোমবার করে পুরুষদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মূলত নিজেদের নতুন এই উদ্যোগের দিকে দৃষ্টি আকর্ষণ করতেই আলিয়া অভিনীত জনপ্রিয় এই ছবির সাহায্য নেওয়া হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Swing 🌸 (@swing.khi)

আরও পড়ুন: Bangladesh: চট্টগ্রামে রাসায়নিকের গুদামে পর পর বিস্ফোরণ, মৃত অন্তত ৪১, দগ্ধ শতাধিক

পোস্টটি ছড়িয়ে পড়তেই যতক্ষণ! ‘কুরুচিকর’ এই প্রচারের জন্য নেটমাধ্যমে এক প্রকার তুলোধনা করা হয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে। অনেকেই পুরো বিষয়টির মধ্যে নারীবিদ্বেষ খুঁজে পেয়েছেন। জনৈক লিখেছেন, ‘আপনারা কী পোস্ট করছেন, সেটা একবার ভেবে দেখা উচিত। এ রকম একটি যন্ত্রণাদায়ক দৃশ্যকে নিজেদের লাভের জন্য ব্যবহার করা অশিক্ষা ছাড়া আর কিছুই না।’

ক্ষোভ উগরে দিয়ে আরও একজন লিখেছেন, ‘এক যৌনকর্মীর জীবন নিয়ে তৈরি ছবির দৃশ্য ব্যবহার করছেন! প্রচারের জন্য কতটা নীচে নামতে পারেন, তা বোঝা যাচ্ছে’। এ রকমই অসংখ্য মন্তব্যে ভরে যায় প্রচারমূলক সেই পোস্টের কমেন্ট বক্স। এর পরেই সেই রেস্তরাঁর পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি জারি করা হয়। জানানো হয়, কারও ভাবাবেগে আঘাত করতে সেই পোস্টটি দেওয়া হয়নি। সকলকেই রেস্তোরাঁয় সমান যত্ন সহকারে আপ্যায়ন করা হবে।

আরও পড়ুন: Prophet Row: পয়গম্বর বিতর্কে আসরে মার্কিন যুক্তরাষ্ট্র, নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest