Pakistan: 11 killed in fire in Karachi shopping mall, several feared trapped

Pakistan: করাচির শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১১, আটকে বহু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শপিং মলে ভয়াবহ আগুন (Fire)। পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। শপিং মলের (Shopping Mall) ভিতর থেকে এখনও অবধি ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকজন আটকে রয়েছেন বলে সন্দেহ।

পাক সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে আচমকা করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মল থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। মারা গিয়েছেন ১১ জন। কিন্তু এখনও মলের ভিতরে রয়ে গিয়েছেন বহু মানুষ। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বের করে আনার চেষ্টা চলছে।

রউফ হামিদ নামক এক যুবক, যিনি অগ্নিকাণ্ডের সময় শপিং মলের ভিতরেই ছিলেন, তিনি বলেন, “মলের ভিতরে বহু মানুষ আটকে রয়েছেন। যখন আগুন লাগে, তখন আমরা অনেকে মিলে সেফ রুমের দিকে ছুটে যাই। কিন্তু এত ঘন ও কালো ধোঁয়ায় ভরে যাচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম না কী হচ্ছে।”

করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব এক্স হ্যান্ডেলে পোস্ট করে শপিং মলে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। কোথা থেকে শপিং মলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest