ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে৷ খাইবার পাখতুনখাওয়া প্রদেশে হওয়া এই জঙ্গি হামলায় পাক সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার এক অফিসার সহ ১১ জন সেনা নিহত হয়েছেন বলে খবর৷ পাশাপাশি ওই অঞ্চলে কর্মরত কয়েকজন শ্রমিককেও জঙ্গিরা অপহরণ করেছে বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন : খোঁজ মিলল পৃথিবীর সবথেকে বেশি দামি কন্ডোমের, একটির দাম ৪৭ হাজার টাকা!
পাক সেনার নিহত ক্যাপ্টেনের নাম আব্দুল বসিত৷ এই হামলায় অন্তত ১৫ জন সেনা আহত হয়েছেন৷ এই হামলার পর খুররাম এলাকায় পাল্টা অভিযান শুরু করেছে পাক সেনা৷ জানা গিয়েছে, ক্যাপ্টেন আব্দুল বসিত বাহিনীকে নিয়ে একটি অভিযানে গিয়েছিলেন৷ মোট ছ’ জন টেলিকম কর্মীকে জঙ্গিরা অপহরণ করে পণবন্দি করে রেখেছে বলে অভিযোগ৷
পাক সেনার মুখপত্র আইএসপিআর-কে উদ্ধৃত করে জিও টিভি জানিয়েছে, হামলার পর পাক সেনা এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়েছে৷ গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে৷ ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই অভিযানে গিয়েছিল পাক সেনা৷ তখনই তাদের উপরে হামলা চালায় জঙ্গিরা৷
আরও পড়ুন : মাস্টারশেফ অস্ট্রেলিয়া : বাঙালির পান্তাভাতের জয়যাত্রা , দ্বিতীয় রানার আপ কিশোয়ার চৌধুরী