Pakistan passes bill to help Kulbhushan Jadhav appeal against death sentence

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করতে পারবেন কুলভূষণ যাদব, বিল পাশ পাকিস্তানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদনের জন্য কুলভূষণ যাদবকে সুযোগ দিতে একটি বিল পাশ পাকিস্তানের সংসদ। বুধবার সংসদের যৌথ অধিবেশনে ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (পর্যালোচনা এবং পুনর্বিবেচনা) বিল’ পাশ হয়ে যায়। বিশেষজ্ঞদের বক্তব্য, সেই বিল পাশের ফলে পাকিস্তানের আদালতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন জানানোর আইনি অধিকার পেলেন কুলভূষণ।

বালোচিস্তানে চরবৃত্তি করার অভিযোগ কুলভূষণ যাদবকে মৃত্যদণ্ড দিয়েছে পাক সেনা আদালত। যদিও ভারতের দাবি, ইরান থেকে অপহরণ করে বালোচিস্তানে আনা হয় কুলভূষণকে। ব্যবসার কাজে ইরান গিয়েছিলেন কুলভূষণ। ২০১৭ সালে তাকে গ্রেফতার করে পাক সেনা।

এদিকে, মামলাটি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিয়ে গিয়েছে ভারত। সেই মামলায় আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে, কুলভূষণ যাদবকে উপযুক্ত আইনি সহায়তা পাওয়ার যুযোগ দিতে হবে। সেই চাপ বাড়ার পরই ওই বিল পাস করাতে বাধ্য হল পাক সরকার।

গত বছর পাকিস্তান যে অর্ডিন্যান্স জারি করেছিল, সেই ধাঁচেই নয়া আইন তৈরি করা হয়েছে। ২০১৯ সালে আন্তর্জাতিক ন্যায় আদালতের (আইসিজে) রায় কার্যকর করতে যে বিল গত জুনেই পাকিস্তানের সংসদের নিম্নকক্ষের বাধা পার করেছিল। কিন্তু নির্ধারিত ৯০ দিনের মধ্যে উচ্চকক্ষে পাশ হয়নি। সেই পরিস্থিতিতে বুধবার সংসদের যৌথ অধিবেশনে বিল উত্থাপন করেন পাকিস্তানের নয়া আইনমন্ত্রী ফারোঘ নাসিম। এবার অবশ্য কোনও বাধা হয়নি। বিশেষজ্ঞদের মতে, নয়া আইন কার্যকর হওয়ার ফলে সামরিক আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পাকিস্তানি হাইকোর্টে আবেদন জানাতে পারবেন কুলভূষণ।

বিষয়টি নিয়ে ভারতের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে চলতি বছরের জুনে নয়াদিল্লি দাবি করেছিল, আইনে খুঁত রয়েছে। কারণ পাকিস্তানের আইন অনুযায়ী ভারতীয় আইনজীবী বা নিরপেক্ষ কোনও আইনজীবী কুলভূষণের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest