Plane with 22 aboard missing in Nepal, possible crash site located

Nepal Plane: মিলল ধ্বংসাবশেষ, ৪ ভারতীয়-সহ ২২ জনেরই মৃত্যুর আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে খোঁজ মিলল নেপালের বিমানের ধ্বংসাবশেষের। ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

রবিবার সকালে নেপালের (Nepal) আকাশ থেকে উধাও হয়ে যায় বিমানটি । সকাল ৯টা ৫৫ মিনিটের পর আর খোঁজ মেলেনি সেটির। নেপালের তারা এয়ার-এর ওই ছোট বিমানটি পোখরা থেকে ২০০ কিলোমিটার উত্তর পশ্চিমের জমসম যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মুস্টাং জেলা প্রশাসনের প্রধান নেত্রা প্রসাদ শর্মা সংবাদসংস্থাকে বলেন, ‘বিমানটিকে জমসমের আকাশে দেখা গিয়েছিল। হঠাত্ সেটি ধৌলাগিরি শৃঙ্গের দিকে ঘুরে যায়। তার পর থেকে সেটির কোনও খোঁজ মিলছিল না।’

আরও পড়ুন: বিষ কিনতে গিয়ে দোকানদারের সঙ্গে প্রেম, প্রত্যাখ্যাত হয়ে বিষপান তরুণীর

পরে মুস্টাং জেলা পুলিসের পক্ষ থেকে জানানো হয় সম্ভবত টিটি এলাকার আসেপাশে ভেঙে পড়েছে বিমানটি। টিটি এলাকার মানুষজন পুলিসকে ফোন করে জানিয়েছে তারা আজ সকালে একটি বিকট শব্দ শুনতে পান। নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, ”নেপাল সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুসতাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানেই ভেঙে পড়েছে। ”

ওই বিমানে ৪ ভারতীয়-সহ মোট ২২ জন যাত্রী ও ক্রু সদস্যরা রয়েছেন। পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল বিমানটি। জানা গিয়েছে, বিমানটিতে ৪ ভারতীয় ছাড়াও ৪ জন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা নেপালি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়ার দেশ নেপালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে। এই বিমানটি নিখোঁজ হওয়ার পরে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়ায়। শেষে আশঙ্কাই সত্যি হল।

আরও পড়ুন: Imran Khan: মধ্যরাতে ইসলামাবাদে ইমরানের ‘আজাদি মার্চ’, সেনা তলব শাহবাজের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest