PM Narendra Modi meets CEO of Adobe, qualcomm in America

‘বিস্তর সুযোগ রয়েছে’, মোদীর কাছে ভারতে কাজের আগ্রহ প্রকাশ করলেন অ্যাডোব, কোয়ালকম কর্তারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সফরের শুরুতেই বিশ্বের একাধিক বড় সংস্থার সিইও (CEO)-দের সঙ্গে বৈঠক সারলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।। বৃহস্পতিবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচটি বিভিন্ন সেক্টরের কর্তারা। উপস্থিত ছিলেন কোয়ালকম (Qualcomm), অ্যাডোব (Adobe), ফার্স্ট সোলার (First Solar), জেনারেল অ্যাটমিকস (General Atomics) ও ব্ল্যাকস্টোনের (Blackstone) সিইও। এর মধ্যে অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ (Shantanu Narayen) ও জেনারেল অ্যাটমিকসের সিইও বিবেক লাল (Vivek Lall) ভারতীয় বংশোদ্ভূত। এ ছাড়া ছিলেন কোয়ালকমের সিইও ই আমন, ফার্স্ট সোলারের সিইও মার্ক উইডমার ও ব্ল্যাকস্টোনের সিইও স্টিফেন এ শোয়ার্জম্যান।

এ দিন ভারতে আজের সুযোগ নিয়ে বিশেষ উৎসাহ প্রকাশ করেন কোয়ালকম সিইও ক্রিস্টিয়ানো আমন। ইতিমধ্যেই ভারতে এই সংস্থার কর্মকাণ্ড রয়েছে। আরও একাধিক ক্ষেত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। তিনি জানিয়েছেন ৫জি সহ একাধিক ক্ষেত্রে কাজ করবেন তাঁরা। ডিজিটাল বিপ্লব ঘটাতে নেওয়া হবে উদ্যোগ। তিনি বলেন, ‘একদিকে যেমন ভারতের বাজার গুরুত্বপূর্ণ, অন্যদিকে রফতানির একটা বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে ভারত।’ তিনি মনে করেন, ভারতের শুধু দেশের জন্য নয় অন্যান্য দেশের জন্যও উৎসপাদন বাড়ানো উচিৎ। সেমি কনডাক্টরের ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় কোয়ালকম। এ ব্যাপারে প্রস্তাব দেওয়ার কথা বলেছেন মোদী।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest