Policeman getting punished for falling in love with his girlfriend: Taslima

পরীমণির প্রেমে পড়ে শাস্তি পাচ্ছেন পুলিশকর্তা: তসলিমা নাসরিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পরীমণি এবং বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি মহম্মদ গোলাম শাকলায়েন শিথিলের ঘনিষ্ঠতা লোকমুখে ফিরছে। বাংলাদেশের নায়িকার সঙ্গে ‘অপেশাদার আচরণ’-এর জন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিয়ে নিজের সামাজিক পাতায় এ বার তোপ দাগলেন তসলিমা নাসরিন। তাঁর ক্ষোভ, ‘পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন বলে অফিসিয়ালি শাস্তি পাচ্ছেন। প্রেমের চেয়ে ভয়াবহ অপরাধ এখন আর কিছু নেই বাংলাদেশে।’

প্রেম, যৌনতা নিয়ে তসলিমা আজীবন স্বাধীন মতামত প্রকাশ করেছেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্রশাসনিক ব্যক্তিত্বের সঙ্গে পরীমণির ঘনিষ্ঠতা নিয়ে তাঁর আরও দাবি, বাংলাদেশে বর্তমানে যৌনতার মতো ‘নিকৃষ্ট’ জিনিসও আর কিছু নেই। তালিবানি রাজত্বের জন্য দেশটা অনেকদিন ধরেই একটু একটু করে তৈরি হচ্ছিল। এখন শুধু বাকি আছে সব মেয়ের গায়ে বাধ্যতামূলক বোরখা চড়ানো। আর প্রেম-ভালোবাসার কোনও গন্ধ পেলে মেয়ে্টিকে মাটিতে অর্ধেক পুঁতে পাথর ছুঁড়ে মেরে ফেলা।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড Shakib-এর,বহু পিছনে রইলেন রাসেল-জাদেজারা

 তসলিমা প্রতিবাদী। তাঁর মতে, বাংলাদেশ চালায় মিডিয়া। মিডিয়া যদি বলে এই মেয়েটা খারাপ, তা হলে লক্ষ কোটি বুদ্ধিহীন দু’পেয়ে জীবের কাছে সে খারাপ। মিডিয়া যদি বলে ওই পুরুষটা ভাল, তা হলে সকলের কাছেই সে ভাল। যদিও তাঁর এই মত সমর্থন করেননি বহু অনুরাগী। তাঁদের যুক্তি, দায়িত্ব পালনের সময় প্রশাসন আর অভিযুক্তের ‘প্রেম’ নিছকই ‘লেনদেন’। তাঁদের চোখে, শাকলায়েন দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে ভোগের নেশায় মেতেছেন। এতে সুবিচার ক্ষতিগ্রস্ত হবে। জনৈক নেটাগরিক সরাসরি আঙুল তুলেছেন তসলিমার দিকেই। তাঁর অভিযোগ, ‘আপনি প্রকৃত বিষয় জেনেও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে লেখাটি লিখেছেন।’
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest