Site icon The News Nest

ডায়নাকে দেওয়া চার্লসের উপহার মোটর গাড়ি বিক্রি হল নিলামে

diana

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি গাড়ি নিলামে বিক্রি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিক্রি হওয়া ওই গাড়িটি ফোর্ড এসকর্ট।

গাড়িটি ৫২ হাজার ৬৪০ পাউন্ডে কিনে নিয়েছে দক্ষিণ আমেরিকার একটি যাদুঘর। জানা গেছে, সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। ১৯৮১ সালের মে মাসে তিনি গাড়িটি উপহার দিয়েছিলেন।

আরও পড়ুন : মৃত প্রেমিকের শুক্রাণু থেকে অন্তঃসত্ত্বা হয়েছেন! জানালেন প্রয়াত অলিম্পিয়ানের বান্ধবী

তার দুই মাস পর সেন্ট পল ক্যাথেড্রালে তাদের ঐতিহাসিক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ছয় হাজার পাউন্ডে ১৯৮২ সালে গাড়িটি কিনে নেন একজন অ্যান্টিক ডিলার।

এতোদিন পর গাড়িটি আবার নিলামে তোলা হয়। টেলিফোনে নিলামে অংশ নিয়ে গাড়িটি কিনে নিয়েছেন দক্ষিণ আমেরিকান একটি যাদুঘর।

গাড়িটির মিটারে ৮৩ হাজার মাইল চলার তথ্য রয়েছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে মারা যান প্রিন্সেস ডায়ানা।

আজ বৃহস্পতিবার তার ৬০তম জন্মদিনে লন্ডনের সাবেক বাসভবন কেনসিংটন প্রাসাদে তার নতুন একটি মূর্তি উন্মোচন হওয়ার কথা।

আরও পড়ুন : যৌন উত্তেজনা বাড়াতে ভায়াগ্রার চেয়েও বেশি শক্তিশালী তরমুজ, কিন্তু কীভাবে খেতে হবে জেনে নিন

Exit mobile version