Site icon The News Nest

Qatar Death Penalty: কাতারের আদালতে জয় ভারতের, ফাঁসি রদ বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর

death

Capital punishment and death penalty as a criminal killed by the government for the crime of murder with 3D illustration elements.

কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় মোদী সরকারের। কাতারে শাস্তি কমল মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নৌসেনার আট প্রাক্তন কর্তার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারের আদালত তাঁদের সাজা কমিয়ে কারাদণ্ড দিয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, বিস্তারিত রায় এখনও পাওযা যায়নি। তবে কেন্দ্র আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। বন্দিদের পরিবারের সদস্যরা ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে কোন শর্তে তাঁদের সাজা কমানো হল এখনও জানা যায়নি। ওই বন্দিদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ রয়েছে। এই ফাঁসি রদকে ভারতের ‘কূটনৈতিক জয়’ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

কাতারে মৃত্যুদণ্ডের সাজামুক্ত প্রাক্তন নৌসেনা কর্তারা হলেন, ক্যাপ্টেন নবতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত এই আট আধিকারিক।

গত বছর অগস্ট মাসে এই আট জন অফিসারকে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তাঁরা। ঠিক কী কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছিল, প্রথমে তা দোহার ভারতীয় দূতাবাসকেও জানানো হয়নি বলে অভিযোগ। এর পর চলতি বছরের এপ্রিলে আদালতে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যায়, তাঁদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

 

Exit mobile version