Ro Khanna: Deep betrayal of Gandhian philosophy: US Congressman Ro Khanna on RaGa's disqualification from Lok Sabha

Ro Khanna: ‘গান্ধীবাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’, রাহুলের সাংসদ পদ খারিজের নিন্দায় মার্কিন কংগ্রেসের সদস্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের তীব্র নিন্দা করলেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রো খান্না (Indian-American Congressman Ro Khanna)। একইসঙ্গে ডেমোক্র্যাট শিবিরের এই নেতা রাহুল গান্ধীকে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)।

শুক্রবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) লোকসভার সদস্যপদ (Member of Lok Sabha) খারিজের পর টুইটারে আমেরিকার কংগ্রেসের সদস্য রো খান্না লেখেন,  ‘‘রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে বরখাস্তের ঘটনা গান্ধীবাদী দর্শন এবং ভারতীয় মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমার দাদু সেই দর্শন ও মূল্যবোধের জন্য বছরের পর বছর জেলে কাটিয়েছেন।” এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কাছে ভারতীয় গণতন্ত্রের স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। লেখেন, “এই ক্ষমতা আপনার আছে নরেন্দ্র মোদী।’’

আরও পড়ুন: PM Modi: মোদী বিরোধী পোস্টারে ছয়লাপ দিল্লি! দায়ের ১০০ FIR, গ্রেপ্তার ৬

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত রো। তিনি ভারতীয় বংশোদ্ভূত সমাজের অন্যতম জনপ্রিয় নেতা। তাঁর ঠাকুরদা অমরনাথ বিদ্যালঙ্কার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। পরে তিনি পাঞ্জাব সরকারের মন্ত্রী ও লোকসভার সাংসদও হন।

রো খান্নার পাশাপাশি মার্কিন কংগ্রেসের ভাইস-চেয়ারপার্সন জর্জ আব্রাহামও রাহুলের সাংসদ পদ খারিজের ঘটনাকে ভারতীয় গণতন্ত্রের অত্যন্ত দুঃখের দিন বলে আখ্য়া দিয়েছেন। তাঁর দাবি, প্রত্যেক ভারতীয়র বাকস্বাধীনতাকে হত্যা করছে মোদী সরকার।

আরও পড়ুন: Marriage: সাধ ছিল বউমা দেখার, বাবার মৃতদেহের সামনেই প্রেমিকাকে বিয়ে ছেলের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest