Road Accident: At least 49 killed after truck crashes into several vehicles in Kenya

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দ্রুতগতির ট্রাকের, পিষে মৃত্যু ৪৯ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেনিয়ার পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত্ব ৪৯ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ব্যস্ততম একটি বাস স্টেশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে ও পদচারীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

কেনিয়ার সরকারি সূত্রে খবর, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়িগুলি তালগোল পাকিয়ে যায়। আর তার ভিতরে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। পুলিশ কম্যান্ডার জিওফ্রে মায়েক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, কেরিচো এবং নাকুরুর মাঝে হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক। কেনিয়ার পরিবহণ মন্ত্রী কিপচুম্বা মুরকোমেন বলেন, “এটি কেনিয়ার অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। আমরা ৪৯ জনকে হারিয়েছি।”

আরও পড়ুন: Canada: জালিয়াতি করে কলেজে ভর্তির চেষ্টা! ৭০০ ভারতীয় পড়ুয়া বহিষ্কারের সিদ্ধান্ত

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তায় যানজট ছিল। ফলে খুব ধীরে ধীরে গাড়ি চলছিল। আচমকাই বিকট একটা শব্দ শোনা যায়। পিছনের দিকে তাকাতেই দেখা যায় একটি বিশাল ট্রাক একের পর এক গাড়ি, বাইক পিষে দিয়ে এগিয়ে আসছে। বেশ কয়েকটি বাসকেও ধাক্কা মারে সেটি। বাসগুলি উল্টে যায়। চারদিকে তখন চিৎকার আর আর্তনাদে ভরে উঠেছিল। একের পর এক গাড়িগুলিকে পিষে দিয়ে ট্রাকটি উল্টে যায়। তাঁর কথায়, “এমন ভয়ানক দৃশ্য আগে কখনও দেখিনি।

কয়েক বছরের মধ্যে কেনিয়ায় ঘটা সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। গত বছর কেনিয়ার মধ্যাঞ্চলে সেতু থেকে নদীতে বাস পড়ে ৩৪ জন নিহত হয়েছিল।

আরও পড়ুন: Rat Killings: সব খতম, দেশে আর থাকবে না একটাও ইঁদুর !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest