'SpaceX paid $250,000 to settle sexual harassment claim against Elon Musk'

Elon Musk-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বিমান সেবিকার, মুখ বন্ধ রাখতে ২.৫ লাখ ডলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্পেস এক্স ও টেসলার সিইও এলন মাস্কের বিরুদ্ধে বিমান সেবিকার যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। ঘটনা ২০১৬ সালের বলে অভিযোগকারি তরুণীর দাবি। এবার এই ঘটনা নিয়ে রয়েছে আরও এক চাঞ্চল্যকর দাবি। নয়া এক রিপোর্টে বলা হচ্ছে এলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে যাতে তরুণী সরব না হন, তার জন্য মাস্কের সংস্থা স্পেসএক্সের তরফে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়।

স্পেসেক্সের কর্পোরেট জেট-এ কর্মরত ছিলেন ওই তরুণী। তাঁর অভিযোগ এলন মাস্ক তাঁর সঙ্গে যৌন অভব্যতা করতে থাকেন। পায়ে হাত বুলিয়ে তাঁকে ‘ইরোটিক মেসেজ’ করা হচ্ছিল বলেও জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিজনেজ ইনসাইডারের খবর অনুযায়ী জানা গিয়েছে, ওই তরুণীকে জোর করে একটি লাইসেন্স নেওয়ানো হয়। যার মাধ্যমে মাস্ককে মাসাজ করার একটি বিতর্কিত বিষয়ও উঠে আসে। তরুণীর অভিযোগ, উত্তেজক মেসেজ চালাচালির বিনিময়ে মাস্ক তাঁকে একটি ঘোড়া কিনে দেবেন বলে জানিয়েছিলেন। বিজনেস ইনসাইডার নামের একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে এই তথ্য সামনে এসেছে!

আরও পড়ুন: Russia-Ukraine War: পুতিনের সামনে মাথা নত ইউরোপের! রুশ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলল জার্মানি এবং অস্ট্রিয়া

এছাড়াও তরুণীর দাবি, মাস্কের বিশেষ ব্যক্তিগত বিমানে রয়েছে একটি বিশেষ ম্যাসাজ কেবিন। সেখানে ম্যাসাজ নেওয়ার সময়ই ওই তরুণীকে তিনি যৌনভাবে উত্যক্ত করতে থাকেন। জানা যায় ওই তরুণীকে সেই সময় যৌনতার প্রস্তাবও দেন এলন মাস্ক। তরুণীর অভিযোগ, ২০১৬ সালে ওই বিমান সেবিকাকে ব্যক্তিগতভাবে ডেকেছিলেম মাস্ক। ঘরে ঢুকেই তরুণী দেখেন, যে মাস্ক নগ্ন অবস্থায় রয়েছেন। তবে শরীরের নিচের অংশ ঢাকা রয়েছে পাতলা কাগজে। এরপর ম্যাসাজ চলার সময় নিজের গোপন অঙ্ক উন্মুক্ত করে তরুণীর দিকে খারাপ ইঙ্গিত করতে থাকেন মাস্ক।

জানা গেছে ওই বিমান সেবিকাকে SpaceX-র তরফে ২,৫০,০০০ ডলার দেওয়া হয় মুখ বন্ধ রাখার জন্য। যদিও কোর্টের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার সময় সংস্থা তাঁকে দিয়ে নন ডিস্ক্লোজার সই করিয়ে নেয়।

আরও পড়ুন: Viral Video: পাক সাংসদের বেডরুম ভিডিও লিক, অষ্টাদশী তৃতীয় স্ত্রীকে ‘অভিশাপ’ নেতার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest