অসৎ উপায়ে বিমান চালাচ্ছে ভারত,অভিযোগ তুলে ভারত-মার্কিন উড়ানে বিধিনিষেধ ট্রাম্পের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: তাহলে কি ‘হাউডি মোদী’ কিংবা ‘নমস্তে ট্রাম্প’ এর কোনও মূল্য নেই! এই তো সেদিন পরস্পর গদগদ হয়ে উঠেছিলেন। এর মাঝে হলটা কী ? চিনের পর এবার ভারত। লকডাউনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমান চালাচ্ছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেইসব বিমান চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করল ট্রাম্প প্রশাসন।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত দুদেশের বিমান চলাচল সংক্রান্ত নিয়ম কানুন মানছে না। বরং অসত্ উপায় অবলম্বন করে বিমান চালাচ্ছে।  প্রসঙ্গগত, করোনার কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ বিমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরাচ্ছিল এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন : বিদেশীদের জন্য বাতিল এবারের হজ! যোগ দেবেন শুধু স্থানীয়রাই

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিমান আসাযাওয়া বন্ধ করেছে ভারত। এতে মার্কিন বিমান পরিবহণ সংস্থাগুলো প্রবল ক্ষতির মুখে পড়েছে।  তাতেই খেপেছে ট্রাম্প প্রশাসন।মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে,  ভারতকে মর্কিন যুক্তরাষ্ট্রে বিমান চালাতে গেলে বিশেষ অনুমতি নিতে হবে।

মার্কিন বিমান পরিবহণ মন্ত্রক ওইসব বিমান দুদেশের চুক্তি মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে। পাশাপাশি মার্কিন বিমান ভারতে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ দিল্লি আরোপ করেছে তা তুলে নিলে ভেবে দেখতে পারে মার্কিন প্রশাসন।

চিনের বিশেষ বিমান ওঠানামার ওপরেও বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  কারণ তার আগেই চিন সরকার মার্কিন বিমান ওঠানামা বন্ধ করেছিল। গত ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, চিন সরকার যদি মার্কিন বিমান সেদেশে ওঠানামা করতে দেয় তাহলে তারাও সাপ্তাহে ৪টে চিনা বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলাচল করতে দেবে।

কিন্তু আমরা তো ট্রাম্প বাবুকে নমস্তে করেছি। তাও আমাদের ওপর এমন মালট কেন, প্রশ্ন করছেন অনেকেই। কেউ কেউ বলছেন মোদী বাবুর এমন ঘন ঘন সফরে তাহলে আমরা কি পেলাম। চীনের সঙ্গে সম্পর্ক এমন তিক্ততায় , তারওপর মার্কিন যুক্তরাষ্ট্রও যদি এমন আচরণ করে তাহলে তা একেবারেই অভিপ্রেত নয়।

আরও পড়ুন : মার্কিন বেকারত্ব নিয়ে ভেবে আকুল, সাময়িকভাবে H1-B ভিসা বাতিল করলেন ট্রাম্প

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest