Site icon The News Nest

‘আমরা দুঃখিত’, পুলিৎজারজয়ী চিত্র সাংবাদিক দানিশের মৃত্যুর সঙ্গে যোগ নেই, দাবি তালিবানদের

danish siddqui

কীভাবে মৃত্যু হয়েছে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির, কেউ তা জানা নেই। এমনই দাবি তালিবান গোষ্ঠীর। পাশাপাশি পুলিৎজারজয়ী দানিশের মৃত্যুতে দুঃখপ্রকাশও করা হয় তালিবানদের তরফে। এই বিষয়ে তালিবানের মুখপাত্র জুবাইদুল্লাহ মুজাহিদ সিএনএন-নিউজ ১৮-কে বলেন, ‘আমরা জানি না যে কোন পক্ষের গুলিতে দানিশ মারা গিয়েছেন।’

আরও পড়ুন : আফগানিস্তানে সংঘর্ষের মধ্যে নিহত দেশের প্রথম পুলিৎজারজয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি

পাশাপাশি মুজাহিদ আরও বলেন, ‘ওয়ার-জোনে ঢোকা যেকও সাংবাদিকের উচিত আমাদের জানানো। আমরা তাঁদের খেয়াল রাখব। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে আমরা দুঃখিত। এটা দুঃখের বিষয় যে সাংবাদিকরা আমাদের না যানিয়েই যুদ্ধক্ষেত্রে ঢুকছেন।’

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিন বোডলাকের মূল বাজার এলাকার দখল ফেরাতে তালিবানের সঙ্গে লড়াই শুরু হয় আফগান সেনার। সেই সময় ক্রসফায়ারে দানিশ সিদ্দিকি এবং এক আফগান আধিকারিকের মৃত্যু হয়। এদিকে আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজও জানায়, কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয় দানিশের। তালিবানরা তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বিদেশ সচিব হর্ষ শ্রীংলা বলেন, ‘নতুন প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে জঙ্গি গোষ্ঠীদের হাতে। এর সাহায্যে জঙ্গিরা মানবিক সংস্থাগুলির কাজেও বাধা দিচ্ছে। সারা বিশ্বে যেভাবে মানবতা সংকটের মুখে, সেদিকে এখনই নজর দেওয়া উচিত রাষ্ট্সংঘের।’ এদিকে ঘটনার পর দানিশের পরিবারের সঙ্গে যোগাযোগ বজার রাখা হয়েছে বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।  দানিশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আমেরিকাও।

আরও পড়ুন : আজ জয়েন্টের প্রবেশিকা, সংক্রমণের দ্বিতীয় ঢেউ কাটিয়ে প্রথম অফলাইন পরীক্ষা রাজ্যে

Exit mobile version