The cat made world record,take a look at its special features

বিশ্বরেকর্ড করল বিড়াল, দেখে নিন এর বিশেষ বৈশিষ্ট্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রাণী ক্যাটাগরিতে অন্যদের তুলনায় আলাদা বৈশিষ্ট্যের প্রাণীগুলোই জায়গা করে নেয়। সেই তালিকায় রয়েছে আর্কটুরাস অ্যালদেবারান পাওয়ারস নামের একটি বিড়াল। গৃহপালিত বিড়ালের মধ্যে সবচেয়ে লম্বা হওয়ায় গিনেস রেকর্ডে রয়েছে তার নাম।

আর্কটুরাস অ্যালদেবারান পাওয়ারস নামের এই বিড়ালটির দৈর্ঘ্য মাপা হয় ৪৮.৪ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি। পৃথিবীর সব গৃহপালিত বিড়ালদের মধ্যে তার দৈর্ঘ্যই সবচেয়ে বেশি। ২০১৬ সালে তার গড়া এই রেকর্ডটি এখনো অক্ষুণ্ণ রয়েছে।

দিন দিন বেড়েই চলেছে আর্কটুরাসের দৈর্ঘ্য। মিশিগানের সাউথফিল্ডে এক চিকিতসক দম্পতির সঙ্গেই থাকছে আর্কটুরাস। মাত্র ২ মাস বয়সে তারা আর্কটুরাসকে নিয়ে আসেন। প্রথম দেখায় আর্কটুরাসকে একটি কুকুর ভেবে ভুল করেন অনেকেই। আর্কটুরাস F2B সাভানা বিড়াল।

মাত্র দুই বছর বয়সে আর্কটুরাসের দৈর্ঘ্য দাঁড়ায় ২০ ইঞ্চিতে। যা এখনো বেড়েই চলেছে। সাধারণত একটি পুরুষ বিড়ালের গড় উচ্চতা ৮-১০ ইঞ্চি হয়ে থাকে। তার ওজন প্রায় ৩০ পাউন্ড। জীবিত লম্বা বিড়ালের বিশ্বরেকর্ড এখনো আর্কটুরাসের দখলে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest