There is no evidence that Osama bin Laden was involved in the 9/11 attacks, the Taliban claimed

9/11 হামলায় ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনও প্রমাণ নেই, দাবি তালিবানের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) জঙ্গি হামলায় ভেঙে পড়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থার (World Trade Centre) দু’টি টাওয়ার ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছিল আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের (Osama bin Laden) ৷ কিন্তু তালিবানের (Taliban) দাবি, ওই ঘটনায় লাদেন যে যুক্ত ছিল, তার কোনও প্রমাণ নেই ৷

বুধবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ৷ সেই সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন ৷ পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাকে তন্নতন্ন করে খুঁজছিল, সেই সময় আফগানিস্তানেই (Afghanistan) লাদেন ছিল বলে তিনি জানিয়েছেন ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, এবার আর আফগানিস্তানের মাটিকে কারও বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আফগানিস্তানে দীর্ঘ সময় তালিবানের আশ্রয়ে ছিল লাদেন ৷ 9/11 হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি (US President) ছিলেন জর্জ বুশ (Goerge w. Bush) ৷ তিনি লাদেনকে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য তালিবানের কাছে দাবি জানিয়েছিলেন ৷ কিন্তু তালিবানের তরফে সেই দাবি মানা হয়নি ৷

আরও পড়ুন : সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়াদিল্লিতে তলব করল ইডি, জারি নোটিশ

তার পরই মার্কিন সেনা আফগানিস্তানে হামলা চালাতে শুরু করে ৷ তাদের পক্ষ নিয়েছিল নর্দান অ্যালায়েন্স ৷ তার জেরেই আফগানিস্তানে তালিবানি শাসনের অবসান হয় ৷ তার পর থেকে মার্কিন সেনা (US Army) ও ন্যাটোর (NATO) তত্ত্বাবধানে এবং অন্যান্য দেশের সহায়তায় গণতান্ত্রিক আফগানিস্তানের গঠন শুরু হয় ৷ উন্নয়নের কাজ হতে থাকে ৷ এই প্রক্রিয়ার মধ্যেই 2011 সালের মার্কিন নেভি সিল পাকিস্তানের (Pakistan) অ্যাবোটাবাদে লাদেনের গোপন ডেরায় হামলা চালায় ৷ তাকে হত্যা করে ৷

কিন্তু 20 বছর আফগানিস্তানে থাকার পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন সেনা সরানোর সিদ্ধান্ত নিল, তখন তারা তালিবানের সঙ্গে শান্তি আলোচনাও করে ৷ তালিবানের তরফে আল কায়দার সঙ্গে সমস্ত সংশ্রব ত্যাগের প্রতিশ্রুতি দেওয়া হয় ৷

তবে প্রতিশ্রুতিই সার ৷ মার্কিন সেনা সরতেই আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবান ৷ সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ বিভিন্ন দেশের নাগরিককে সরিয়ে আনতে এয়ার লিফট করতে হচ্ছে ৷ আফগানিস্তান থেকে পালাতে চাইছেন সেখানকার নাগরিকরাও ৷

আরও পড়ুন : টোকিও প্যারাঅলিম্পিকে টেবল টেনিস ফাইনালে ভাবিনা,সোনা জয়ের হাতছানি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest