বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অগত্যা এবার নিজের সোশ্যাল মিডিয়া (Socia Media) প্ল্যাটফর্ম আনতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার এমনই ঘোষণা করেছেন তিনি।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, আগামী মাসেই আমন্ত্রিত সদস্যদের নিয়ে শুরু হতে চলেছে এই প্ল্যাটফর্ম। নাম রাখা হয়েছে ‘ট্রুথ সোশ্যাল’ (TRUTH Social)। যেখানে চাহিদা অনুযায়ী ভিডিও স্ট্রিমিং করা হবে। তবে তা বিনামূল্যে নয়। নিয়মিত সাবস্ক্রিপশন নিতে হবে। থাকবে বিনোদনমূলক অনুষ্ঠানও। প্ল্যাটফর্মটির মালিকানা থাকবে ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপের হাতে।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিল কাণ্ডে (Capitol Hill) হিংসায় উৎসাহ জোগানোর অভিযোগে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে ট্রাম্পের(Donald Trump) অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়৷ ট্রাম্পের পাল্টা অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে অথচ জঙ্গি তালিবানদের ট্যুইটার পোস্টে চেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এ কেমন বিচার? এবার কার্যত সোশ্যাল মিডিয়া জায়ান্টদের একাংশের এই অবিচারের খাতায় কলমে উত্তর দিতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানিয়েছেন, “নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসছে টেক জায়ান্টদের একছত্র অধিকারকে চ্যালেঞ্জ জানাতে। এই প্ল্যাটফর্ম হবে নিরপেক্ষ। সকলে নিজেদের মতামত জানাতে পারবে।”
ট্যুইটার (Twitter) এবং ফেসবুকে (Facebook) নিষিদ্ধ হওয়ার পর থেকে ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া সাইট খোলার কথা বলে আসছিলেন ৷ এর আগে তাঁর ওয়েবসাইটে একটি ব্লগ চালুর চেষ্টা করেছিলেন তিনি ৷ কিন্তু সেই পেজে কিছু অস্বস্তিকর দৃশ্য নজরে আসায় সেটিও বন্ধ হয়ে যায় ৷সূত্রের খবর, আগামী মাসে আমেরিকা জুড়ে এই অ্যাপ চালু হবে।