UK: rapists and murderers serving life sentences banned from getting married in prison

UK: যাবজ্জীবন সাজা খাটা ধর্ষক ও খুনিদের বিয়ে করতে পারবে না, আসছে আইন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ধর্ষণ ও খুনের মতো অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতরা বিয়ে করতে পারবে না। আইন আনতে চলেছে ব্রিটেন (UK)। আগামী সপ্তাহেই এই বিল পেশ হতে পারে। ডাউনিং স্ট্রিট (Downing Street) মনে করেছে এই বিল পাশ করাতে অসুবিধা হবে না।

আইন সচিব ডমিনিক রাবের এই বিলে বলা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত খুনি ও ধর্ষকরা কখনও বিয়ে করতে পারবে না। সিরিয়াল কিলার লেভি বেলফিল্ড বিয়ের আরজি জানিয়েছিল আদালতে। সেই সময় ডমিনিক জানিয়েছিলেন, এমন প্রস্তাব অভাবনীয়। এই ধরনের প্রস্তাবে সাড়া দেওয়া উচিত হবে না যদি না গুরুতর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সমাধান না করা হয়। এরপরই এই সংক্রান্ত বিলটি তৈরি করেন তিনি। যা আগামী কয়েকদিনের মধ্যেই পেশ করা হবে।

আগেই বিলটি পেশ করার কথা ছিল। কিন্তু আশঙ্কা রয়েছে, ইউরোপিয়ান কনভেনশনের মানবাধিকার সংক্রান্ত আইনের ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একে চ্যালেঞ্জ করা হতে পারে। ওই অনুচ্ছেদে বিয়ের অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু তবুও ডাউনিং স্ট্রিট আত্মবিশ্বাসী আইনটি প্রণয়ন করার ব্যাপারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest