জি-৭ সম্মেলনে শামিল ভারত, আমন্ত্রণ পেয়ে ট্রাম্পের প্রশংসায় গদগদ মোদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়াশিংটন: আমেরিকায় পরবর্তী জি-৭ সম্মেলনে ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি ফোন করে নমো-কে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে গ্রুপ অফ সেভেন (জি-৭) সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে সম্মেলন পিছিয়ে দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি যে সংগঠনের কলেবর বৃদ্ধির লক্ষ্যেই এগোচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তা স্পষ্ট করলেন হোয়াইট হাউসের বাসিন্দা। 

আরও পড়ুন: বিরল দৃশ্য! ফ্লয়েড খুনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল পুলিশ, চোখ ভিজল মার্কিন বিক্ষোভকারীদের

গুরুত্বপূর্ণ জি-৭ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করে উচ্ছ্বাস গোপন করেননি মোদীও। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তাঁর সৃজনশীল ও দূরদর্শিতা সম্পন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকার এই পদক্ষেপ কোভিড পরবর্তী বিশ্বের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়েই চলেছে। 

গুরুত্বপূর্ণ জি-৭ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণ করে উচ্ছ্বাস গোপন করেননি মোদীও। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তাঁর সৃজনশীল ও দূরদর্শিতা সম্পন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকার এই পদক্ষেপ কোভিড পরবর্তী বিশ্বের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়েই চলেছে। 

এ দিন ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপে বিশ্বের কোভিড পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর। সবিস্তারে কথা হয় জি-৭ বৈঠকে আমেরিকার নেতৃত্বদান প্রসঙ্গেও। পরে টুইটারে সেই সবের উল্লেখ করেন নমো। এ দিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, জি-৭ সম্মেলনের সাফল্যের জন্য আমেরিকা এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে কাজ করতে সাগ্রহে সম্মত ভারত। 

আরও পড়ুন: ভারত সীমান্তে চিন আগ্রাসী হয়ে উঠছে’, নিন্দায় সরব মার্কিন বিদেশ মন্ত্রক

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest