পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লোকের ভিড়ে দোকান থেকে চুরি করার অপরাধে চার মহিলাকে নগ্ন (Women Nude) করে দিল পাকিস্তানি জনতা (Women In Pakistan)৷ ভিড়ের মধ্যেই চার মহিলাকে (Women Nude) নগ্ন (Stripped) করা হয়৷ ভিড়ে প্রথমে চার মহিলাকে নগ্ন করেই ক্ষান্ত হয়নি তারপর তাদের হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়৷ তারপর তাদের মারাও (Pakistan Crime) হয়৷
এই মহিলারা ভিড়ের জনতার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে৷ তাদের এভাবে নগ্ন (Women Nude) না করতে এভাবে টানতে না বলা হয়৷ কিন্তু ভিড়ের কেউ তাদের ওপর কোনও দয়ামায়া করেনি৷ এমনকি গোটা ঘটনার মোবাইল ফোনে ভিডিও করা হয়৷ সোমবার লাহোরের থেকে ১৮০ কিলোমিটার দূরে ফয়সলাবাদে হয়৷ সোশ্যাল মিডিয়ায় এই পাকিস্তানের মহিলাদের নগ্ন (Nude) করে (Women In Pakistan) অত্যাচারের ভিডিও ভাইরাল (Viral Video) করে দেওয়া হয়৷
এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পাকিস্তানের পঞ্জাব পুলিশ। মঙ্গলবার পঞ্জাব পুলিশের মুখপাত্র টুইট করে বলেম, “মহিলাদের বিবস্ত্র করে মারধরের দুঃখজনক ঘটনায় প্রধান পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ভিডিয়ো দেখে। বাকিদেরও খোঁজ করা হচ্ছে। পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনি শাস্তির মুখে পড়তে হবে।”
ধৃত পাঁচজন সহ একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতা মহিলারা জানিয়েছেন, ওইদিন তারা আবর্জনা কুড়োতেই ফইসালাবাদের বাবা চক মার্কেটে গিয়েছিলেন। জল তেষ্টা পাওয়ায় তারা উসমান ইলেকট্রিক স্টোরের ভিতরে যান এবং এক বোতল জল চান। এরপরই দোকানের মালিক অভিযোগ করেন যে, তারা চুরি করার উদ্দেশ্যে দোকানের ভিতর প্রবেশ করেছে। সাদ্দাম নামক ওই দোকানের মালিক ও অন্যান্য লোকজনেরা তাদের মারধর শুরু করে। এরপর জোর করে জামা কাপড় খুলিয়ে তাদের টেনে হিচড়ে বাজারের মাঝখানে নিয়ে আসে। তাদের নগ্ন করার ভিডিয়োও বানায় অভিযুক্তরা। বাজারে উপস্থিত লোকজনেরা নীরব দর্শকের ভূমিকাই পালন করেছিল, কেউ সাহায্য করেনি বলেই তারা অভিযোগ করেন।