Voting on no-confidence motion against PM Imran Khan in Pakistan Parliament on April 3

Imran Khan: অনাস্থা প্রস্তাব ঘিরে ভোটাভুটি রবিবার, জানালেন পাক মন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে উথালপাতাল চলছে। বদলে দেওয়ার ডাক দিয়ে সরকারে আসা ইমরানের শিয়রে এখন মেয়াদ শেষের আগেই গদিচ্যুত হওয়ার কালো মেঘ। এই পরিস্থিতিতে কৌশল, পাল্টা কৌশল নিচ্ছেন ইমরান। ঘুঁটি সাজাচ্ছেন বিরোধীরা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আগামী ৩ এপ্রিল (রবিবার) ভোটাভুটি হবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

সোমবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছিলেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তার পরেই আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। রশিদ মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তানের সংবিধান অনুযায়ী ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পেশের পরে সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই আগামী রবিবার ভোটাভুটির দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন: ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল চিনা বিমান, হতাহতের সংখ্যা এখনও অজানা

৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ‘জাদু সংখ্যা’ ১৭২। ইমরানের নিজের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্য ১৫৫ জন। কিন্তু পিটিআই-এর বেশ কয়েক জন পার্লামেন্ট সদস্য ইতিমধ্যেই প্রকাশ্যে ইমরানের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। এ ছাড়া বুধবার ইমরান সরকারের সমর্থন প্রত্যাহার করে নেওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)-এর ৭ এবং বালুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি)-র ৫ সদস্য রয়েছেন। রবিবার সমর্থন প্রত্যাহারকারী জামহুরি ওয়াতন পার্টির রয়েছেন এক সদস্য।

গতকালই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারকে অপসারিত করেছে ইমরানের দল। সেখানকার কুর্সিতে বসানো হয়েছে পিএলএমকিউআই-এর চৌধুরী পারভেজ ইলাহিকে। রাজনৈতিক মহলের অনেকের মতে, এটা আসলে কৌশল। ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাতে শরিক দলটির ৭টি ভোট নিশ্চিত হয়।

শরিকদলগুলির মধ্যেও ইমরানকে সমর্থন দেওয়া নিয়ে ভিন্নমত রয়েছে। কিন্তু ১৯৯২-এ মেলবোর্নের মাঠে তাঁর বল যে দুরন্ত খেলা দেখিয়েছিল রাজনীতির পিচে তা আবার ফেরাতে পারেন কি না ইমরান সেটাই এখন দেখার।

আরও পড়ুন: হিজাব পরিহিত মহিলাকে ঢুকতে বাধা, গেরুয়া মনোভাবের জেরে মধ্যপ্রাচ্যে বন্ধ হল ভারতীয় রেস্তোরাঁ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest