World's oldest whiskey sell one crore in Indian rupees.

worlds oldest whiskey: এই পানীয়ের দাম কোটি টাকার ওপর, কারণ কি জানেন ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাদক সবসময়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও জেনে-শুনে অনেক মানুষই মদপান করে থাকেন। এই পানীয়টির দামও কিন্তু নেহায়েত কম নয়। ব্র্যান্ড অনুযায়ী, বিভিন্ন দামের হয়ে থাকে। এর আবার বিভিন্ন প্রকারও রয়েছে।

কথায় আছে, ‘নতুন বোতলে পুরনো মদ’-ই নাকি বেশি জনপ্রিয় হয়। নতুন বোতলের বয়সও কখনো ১৫০ বছরের বেশি হয়ে থাকে। সম্প্রতি আমেরিকার এক সময়ের নামিদামি উদ্যোগপতি জেপি মরগ্যানের পারিবারিক সংগ্রহ থেকে এমনই পুরনো এক বোতল হুইস্কি পাওয়া গেছে। যার বয়স ২৫০ বছরের বেশি।

আরও পড়ুন : ICC Rankings: ওয়ান ডে ব্যাটসমেনে শীর্ষে Babar Azam, ৯ পয়েন্ট কমে ২য় স্থানেই Kohli

আমেরিকার সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে, বোতলের গায়ের উপরের লেখা থেকে জানা গেছে এর ভেতরের পানীয়টি বোতলবন্দী করা হয় ১৮৬০ সালে। তবে ভেতরের পানীয়ের বয়স পরীক্ষার পর ধারণা করা গেছে, বোতলের ভেতরের হুইস্কি বোতলটির থেকেও ১০০ বছরের পুরোনো। অর্থাৎ ভেতরের পানীয় ২৫০ বছরেরও বেশি সময় আগের।

জেপি মরগ্যানের ব্যক্তিগত সংগ্রহের তিনটি বোতলের মধ্যে এই বোতল পরবর্তীকালে উত্তরাধিকারীদের মালিকানায় আসে। তেমনই এক পারিবারিক সংগ্রহ থেকে বোতলটি খুঁজে পাওয়ার পর অনলাইনে বোতলটি নিলামে তোলা হয়েছিল। নিলামে বোতলটির দাম উঠেছে ১ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। যা কিনা বাংলাদেশি মুদ্রায় মাত্র ১ কোটি ১৬ লাখ টাকারও বেশি। অর্থাৎ, এই বোতলের পানীয় গ্লাসে ঢেলে প্রতি চুমুকে খাওয়া হবে লাখ টাকা।

এখন প্রশ্ন রয়েছে, মোটা অংকের দামের এই পানীয় কি পান করা যাবে? এটি কি আসলে পানের উপযুক্ত আছে? এ বিষয়ে কোনো আশার কথা বলতে পারেনি সুরা বিশেষজ্ঞরা। তারা বলছে, বোতলের ছিপি যদি খোলা না হয় তাহলে হুইস্কি ১০ বছর পর্যন্ত ভালো থাকতে পারে। কিন্তু এটির বয়স ২৫০ বছর অতিক্রম করেছে। বিজ্ঞানীদের ধারণা, পানীয়টি তৈরি করা হয় ১৭৭০ থেকে ১৭৯০ সালের মধ্যে। এরপর ১৮৬০ সালে বোতলবন্দী করা হয়। সেই সময়ের থেকে এখন ছয় গুণ বেশি দাম উঠেছে নিলামে।

আরও পড়ুন : Sexual Health: বহু দিন যৌন সম্পর্কে লিপ্ত হননি? জানুন কী ক্ষতি হচ্ছে এর জেরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest