Columbia University community 'shattered' after police raid

Columbia University আমেরিকায় ছাত্র বিক্ষোভে পুলিশি অভিযান, বিপর্যস্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের (palestine)পক্ষে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে চলছে তাদের এ বিক্ষোভ। সম্প্রতি অনেক ক্যাম্পাসে বিক্ষোভ সংঘাতে রূপ নিয়েছে। খবর বিবিসির। মার্কিন পুলিশ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে তাদের অবস্থান থেকে সরিয়ে দিয়েছে। এদিকে দেশটির আরও অনেক বিশ্ববিদ্যালয়েও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ পরিস্থিতির কথা জানা গেছে বিবিসির সূত্রে

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি একাডেমিক ভবন দখলে নিয়েছিল। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা স্থানীয় সময় মঙ্গলবার ভোরে হ্যামিলটন হল দখল করে ভবনটির ভেতরে অবস্থান নিয়েছিল। কিন্তু নিউইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় সব প্রবেশ পথেই এখন পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ভিড়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ।

বিবিসিকে শিক্ষার্থীরা বলেছেন, মঙ্গলবার গাজার ঘটনায় শুরু হওয়া প্রতিবাদ সমাবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে ১০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসই এখন বিপর্যস্ত।এদিকে, পুলিশি অভিযানের পর এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক বলছেন, ‘গভীর দুঃখ নিয়েই শিক্ষার্থী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ পুলিশকে দিতে হয়েছে। এ ক্ষত শুকাতে সময় লাগবে।’ নিউইয়র্কের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে তা ঠিক হতে কতদিন লাগবে তা কারও জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আন্না ওআকস মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে প্রতিবেদন করেছেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে সব ছিন্নভিন্ন হয়ে গেছে।’ এক রাতের নৈরাজ্য ও সংঘাতের পর বুধবার সকালে ক্যাম্পাস এলাকা ছিলো অন্যরকম। বিক্ষোভকারীদের একজন বলেছেন, ‘থামবো না। আমরা বিশ্রামে যাবো না।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest