FBI searches US President Biden’s Wilmington home, finds more classified materials

USA President Biden : মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে FBI হানা, উদ্ধার বহু সরকারি নথি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ট্রাম্পের পর এবার জো বাইডেনের (Joe Biden) বাড়িতে এফবিআই হানা। শনিবার ১৩ ঘণ্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি। মার্কিন প্রেসিডেন্টের (USA President) উইলমিংটনের বাসভবন থেকে আধ ডজন গোপনীয় নথি উদ্ধার হয়েছে। তা ইতিমধ্যে আমেরিকায় বিচারবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের বাড়িতে ১৩ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে এই নথিগুলো পাওয়া গেছে বলে জানিয়েছেন, বাইডেনের আইনজীবী।

বাইডেনের আইনজীবীর সাফাই, গোপনীয় নথিগুলি অনেক পুরনো। সেগুলি খুঁজে পাওয়ার জন্যই মার্কিন প্রেসিডেন্টই এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন। সবমিলিয়ে এফবিআইয়ের নজিরবিহীন তল্লাশি ঘিরে তোলপাড় মার্কিন মুলুক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ফ্লোরিডা মার-এ-লাগোর বাসভবনে শত শত গোপন নথি অপব্যবহারের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছিলেন।

এফবিআই গত অগাস্টে তার ফ্লোরিডার হলিডে হোমে অভিযান চালানোর আগ পর্যন্ত মি. ট্রাম্প এবং তার আইনজীবীরা নথিগুলো হস্তান্তর করতে বাধা দিয়েছিল।প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন যে, এফবিআই প্রেসিডেন্ট বাইডেনের সাথে আরও সুবিধাজনক আচরণ করছে।

বাইডেন বিষয়টিকে একটি তদারকির অংশ হিসাবে দেখছেন, তিনি বলেছেন যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই গোপন নথিপত্র পাওয়ার বিষয়টি প্রকাশ্যে না আনার বিষয়ে তার “কোন অনুশোচনা নেই”।নথিগুলো খুঁজে পাওয়ার পর, প্রেসিডেন্ট বলেছেন যে তার দল অবিলম্বে সেগুলো জাতীয় আর্কাইভস এবং বিচার বিভাগের কাছে হস্তান্তর করেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest