ধিক্কার! মানুষের লালসায় পৃথিবী থেকে চিরতরে মুছে গেল সাদা জিরাফ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেনিয়া: পাচারকারীদের হাতে প্রাণ গেল বিশ্বের একমাত্র সাদা জিরাফের। সঙ্গে তার শিশু জিরাফকেও রেহাই দিল না পাচারকারীরা। কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা।

বেঁচে ছিল মাত্র তিনজন ৷ বাবা-মা আর তাদের সন্তান ৷ গোটা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা অত্যন্ত বিরল, বিলুপ্তপ্রায় সেই সাদা জিরাফের মা ও সন্তানদের মৃত্যু হল পাচারকারীদের হাতে! কেনিয়ার একমাত্র মহিলা সাদা জিরাফ ও তার শিশুর দেহ উদ্ধার করেছে জঙ্গলের সংরক্ষণকারীরা। বর্তমানে গোটা বিশ্বে একটিমাত্র পুরুষ সাদা জিরাফ বেঁচে রইল ৷ জিরাফ দু’টির দেহে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন:  করোনা ভাইরাস থেকে কীভাবে রক্ষা করবেন আপনার ফোনকে? জেনে নিন ৫ সহজ টিপস

২০১৭ সালে প্রথম সাদা জিরাফের খোঁজ মিলেছিল কেনিয়ার ইশাকবিনি হিরোলা কনসারভেন্সিতে ৷ তারপর থেকেই জিরাফগুলির উপর কড়া নজর রাখা হচ্ছিল ৷ এমনকি ওই জঙ্গলের পর্যটকদের কাছেও ওই সাদা জিরাফগুলি ছিল প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ৷ কিন্তু চোরাশিকারকারীদের লালসার কাছে হার মানল অবলা প্রাণ ৷

এদিন বিরল জিরাফের মৃত্যুতে রেঞ্জার ও কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিনটিকে কালো দিন বলে চিহ্ণিত করার কথা তোলেন তাঁরা। কেনিয়ার প্রান্তিক এলাকায় বিশেষজ্ঞ ও পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল এই জিরাফ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest