নয়া বছরে বাড়ছে মোবাইল খরচ! ২০% বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২১-এর শুরু থেকেই খরচ বাড়বে আপনার। কারণ, বাড়তে চলেছে মোবাইল কানেকশনের খরচ। Economic Times-এর রিপোর্ট অনুযায়ী, বছরের শুরুতেই মাশুল বৃদ্ধি করতে চলেছে ভোডাফোন (Vi) ও এয়ারটেল (Airtel)।

এরমধ্যে ভোডাফোন (Vi) ১৫-২০% মাশুল বৃদ্ধি করবে বলে দাবি ওই রিপোর্টে। প্রসঙ্গত, সম্প্রতি এয়ারটেল (Airtel) এবং রিলায়েন্স Jio-র সঙ্গে টক্করে কিছুটা পিছিয়ে পড়েছে ভোডাফোন (Vi)।

ভারতী এয়ারটেল (Airtel)-এর মাশুল বৃদ্ধির সঠিক অঙ্ক না জানা গেলেও, রিলায়েন্স Jio এবং ভোডাফোন (Vi)-এর পরই সংস্থা সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। ET-র রিপোর্টে আরও জানা গেছে, জানুয়ারি পর্যন্ত অপেক্ষা না করেই, ডিসেম্বরেই মাশুল বৃদ্ধি করতে পারে ভোডাফোন-আইডিয়া (Vi)।

আরও পড়ুন: সব ঠিক থাকলে বিশ্বকাপ খেলতেন,সংসার চালাতে ডেলিভারি বয়ের কাজ করছেন এই ক্রিকেটার

ভোডাফোন-আইডিয়া (Vi)-এর MD রবিন্দর টক্কর বলেছিলেন, বর্তমানের ‘মাশুল গ্রহণযোগ্য নয়’ এবং প্রয়োজনে প্রথমবার মাশুল বৃদ্ধি থেকে তাঁরা ‘পিছপা’ হবেন না।

ভোডাফোন ও এয়ারটেলের মাশুল বৃদ্ধির জল্পনার মধ্যে Jio-কে নিয়েও কানাঘুষো শুরু। বাকি দুই বেসরকারি টেলিকমের রাস্তায় হেঁটে কি মাশুল বৃদ্ধি করবে মুকেশ আম্বানির সংস্থা? উল্লেখযোগ্য, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৭০ লাখ গ্রাহক বৃদ্ধি হয়েছে Jio-র। একই সময়ে এয়ারটেলের গ্রাহক বৃদ্ধি হয়েছে ১ কোটি ৪০ লাখ। তবে ওই সময়েই ৮০ লাখ গ্রাহক হারিয়েছে Vi।

আরও পড়ুন: দীপাবলি স্পেশাল! ছিমছাম সাজ, সাদা পোশাকেই উজ্জ্বল হয়ে উঠলেন ‘হবু মা’ অনুষ্কা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest