Site icon The News Nest

চড়ছে পারদ , জেনে নিন আইসক্রিম তৈরির সহজ রেসিপি

ice craem

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: গরমে হিমশীতল আইস্ক্রিমের চাইতে ভালো খেতে আর কি আছে? তবে আইসক্রিম মানেই কিনে খাওয়া। একে তো মাত্রা অতিরিক্ত দাম, সাথে অস্বাস্থ্যকর রঙ ও স্যাকারিনের ব্যবহার তো আছেই। পছন্দের ফ্লেভারও মেলে না অনেক সময়। ঘরে তৈরি আইসক্রিম দোকানের মত হয় না এমন অভিযোগ সবাই করেন। কিন্তু কেন হবে না? অবশ্যই হবে। আজ আমরা নিয়ে এলাম আইসক্রিম তৈরির এমন একটা রেসিপি যে এখন থেকে আপনার ঘরে তৈরি আইসক্রিমটাই হবে একদম দোকানের মত! আসুন, আজ জানি ব্যানানা আইসক্রিম তৈরির সবচাইতে সহজ রেসিপি।

উপকরণ:

১৫০ মিলি ঘন ক্রিম, ৩৫০ মিলি দুধ, ১৫০ গ্রাম চিনি, ৪টি কলা মেখে রাখা, আধ চাচামচ লেবুর রস, ২টি ডিমের সাদা অংশ, কয়েকটি কাঠ বাদাম গার্নিশের জন্য

প্রণালী:

Exit mobile version