Site icon The News Nest

বিশেষ একটি পানীয় দিয়ে ধরে রাখুন ত্বকের যৌবন

juicing blending pic

Fresh vegetable juices on wooden table, on green background

ঘরোয়া উপায়ে ত্বকের শুষ্কতা দূর করে তাকে জেল্লাদার করে তুলতে পারে বিশেষ একটি পানীয়।
গাজর, কমলালেবু, বিট, টোম্যাটো এবং পাতিলেবু দিয়ে তৈরি করে ফেলুন সেটি। এই পানীয়ের জাদুতে আপনি এক সপ্তাহেই হয়ে উঠতে পারেন মোহময়ী৷ বিশেষজ্ঞদের মতে, এই পানীয় আপনার ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করবে অনেকটাই।
উপকরণ:
ত্বকের যত্নের জন্য অত্যন্ত কার্যকর এই পানীয় বানাতে প্রয়োজন দু’টি গাজর, একটি কমলালেবু, একটি বিট, একটি টোম্যাটো এবং একটি পাতিলেবু। গাজরের ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন ত্বকের প্রদাহ রোধ করে। লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের টক্সিনকে সরায়। বিট কেবল ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখে এমনই নয়, ত্বকের যে কোনও দাগছোপকেও দূর করতে সাহায্য করে। পাতিলেবু প্রাকৃতিক স্ক্রাবার। ত্বকের মৃতকোষ সরিয়ে তাকে ভিতর থেকে সুস্থ রাখে এই পানীয়।
প্রণালী:
গাজর ও বিট সেদ্ধ করে নিন আগে থেকে। কমলালেবুর কোয়া ছাড়িয়ে বীজ বার করে রাখুন। এবার সব উপাদান মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। এতে যোগ করুন একটু নুন ও আদা। প্রতি দিন সকালে বা বিকেলে খালি পেটে এটি পান করুন৷

Exit mobile version