Site icon The News Nest

ঘোষণা শুধু সময়ের অপেক্ষা! আরও অন্তত ২ সপ্তাহ লকডাউন চলবে-সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

IMG 20200411 WA0006

নয়াদিল্লি: লকডাউনের মেয়াদ বাড়ছে আরও ২ সপ্তাহ! প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদর বৈঠকে সেরকমই ইঙ্গিত মিলল। অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের মত সেরকমই।

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত বেড়ে ৭৫২৯, মৃত ২৪২, গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল ৩৬

প্রধনমন্ত্রীর সঙ্গে আজ লকডাউন নিয়ে বৈঠকে বসেন ১১ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদের মধ্যে ১০ জনই লকডাউনর মেয়াদ বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন। তাঁদের অভিমত অন্তত ২ সপ্তাহ বাড়ানো হোক লকডাউনের মেয়াদ।  গোটা বিষয়টি এখন প্রধানমন্ত্রীর বিচারাধীন। সরকারের মুখ্য মুখপাত্র জানিয়েছেন, বেশিরভাগ রাজ্যই আরও দু’সপ্তাহ লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছে। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার সেই আর্জি বিবেচনা করছে।’

এদিন বৈঠকের শুরুতেই মোদী রাজ্যগুলিকে বার্তা দেন, করোনার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। এরকম জরুরি অবস্থায় রাজনীতির কোনও জায়গা নেই। তিনি বলেন, ‘আমি সবসময় আছি। যে কোনও মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে পারেন। যে কোনও সময় (করোনাভাইরাস নিয়ে) পরামর্শ দিতে পারেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসঙ্গে থাকা উচিত।’

আরও পড়ুন: ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল রাজ্যের লকডাউনের মেয়াদ, সব স্কুল-কলেজ ১০ জুন পর্যন্ত বন্ধ- ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যেগুলির যৌথ উদ্যোগের ফলে করোনার প্রভাব কমেছে বলে জানান মোদী। তবে প্রতি মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন হওয়ায়, সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ‘আগামী তিন-চার সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। কারণ করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত যে পদক্ষেপ করা হয়েছে, তার প্রভাব কতটা পড়েছে, তা সেই সময়ে বোঝা যাবে। আর এই চ্যালেঞ্জের মুখোমুখি মূল হওয়ার মূল মন্ত্র হল – টিমওয়ার্ক।’

 শনিবার বিকেল চারটে নাগাদ টুইট করে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, লকডাউনের মেয়াদ বাড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এখন দেখার লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়বে না ১৬ দিন। কারণ, পঞ্জাব ও ওড়িশার মতো রাজ্য ইতিমধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। একই দাবি তেলেঙ্গানারাও। জানা গিয়েছে, জাতির উদ্দেশে বক্তৃতা দিয়ে এ ব্যাপারে আজ কালের মধ্যে চূড়ান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মাস্কের জন্য ৩ কোটি অনুদান অক্ষয়ের, স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের হোটেল খুলে দিলেন সোনু সুদ

এর আগে বস্টন কনসাল্টিং গ্রুপের মতো বেসরকারি পরামর্শদাতা সংস্থা জানিয়েছিল, ভারতে সেপ্টেম্বর মাস পর্যন্ত লকডাউন চলা উচিত। কিন্তু নিয়ে বহু বিশেষজ্ঞের মতান্তর রয়েছে। কারণ, তাঁরা মনে করছেন এখনও পর্যন্ত দেশের অর্ধেকের বেশি জেলায় কোনও সংক্রমণ ছড়ায়নি। ফলে অত দিন ধরে গোটা দেশ কার্যত স্তব্ধ করে দিলে প্রান্তিক মানুষ শুধু নয় সাধারণ মধ্যবিত্তরাও বিপদে পড়বেন। বরং কেন্দ্র ও রাজ্য সরকারগুলি এখন যে কৌশল নিয়েছেন তা যুক্তিসঙ্গত। লকডাউনের পাশাপাশি কিছু এলাকাকে হটস্পট চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই কৌশলে কাজ দেবে। এতে সংক্রমণ ছড়ানোর হার কমবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্যের ১০ জায়গায় অনির্দিষ্টকালের লকডাউন, ঘোষণা মুখ্য সচিবের

Exit mobile version