Site icon The News Nest

বারান্দায় বাগান করতে চান? অথচ রোদ ঢোকে না, জেনে নিন উপায়

balcony GARDEN

কংক্রিটের শহরে সবুজ প্রকৃতি যেন অধরা। তাই কিছু মানুষ নিজের এক টুকরো সাধের বারান্দাকে রঙিন টব এবং তাতে গাছ লাগিয়ে সবুজ রঙের ছোঁয়া পেতে চান তাঁরা। আপনিও যদি সেই দলের হয়ে থাকেন তাহলে নিজের ফ্ল্যাট বাড়ির বারান্দায় গড়ে তুলুন এক টুকরো সবুজ বাগান।

কিন্তু গাছের পরিচর্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেবেন। মূলত আপনার পছন্দ গাছ নার্সারি থেকে কিনে এনে বারান্দায় রাখলেই যে তা জলজ্যান্ত থাকবে এমনটা কিন্তু একেবারেই নয়।

তাই গাছ লাগানোর আগেই জেনে নিন কয়েকটি উল্লেখযোগ্য বিষয়। 

আরও পড়ুন: বাড়িতে অক্সিজেন জোগান দিতে লাগান তুলসী-অ্যালোভেরা-স্নেক প্ল্যান্ট

আরও পড়ুন: Gardening: মশা তাড়াতে ঘরে রাখুন এই চারটি গাছ

Exit mobile version