Site icon The News Nest

যাত্রা শুরু ৯৫টি বাসের, রবিবারের মধ্যে রাজস্থান থেকে বাংলায় ফিরবেন পড়ুয়ারা

West bengal

কলকাতা: ভিনরাজ্য থেকে পড়ুয়াদের ফেরাতে চেষ্টায় কোনও ত্রুটি হবে না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই বুধবার রাজস্থানের কোটা থেকে আটকে পড়া ২৩৬৮ জন পড়ুয়াকে নিয়ে রওনা দিয়েছিল ৯৫টি বাস। বৃহস্পতিবার লখনউ পৌঁছল বাসগুলি।

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এ রাজ্যের যে পড়ুয়ারা কোটায় আটকে আছেন, তাঁরা শীঘ্রই যাত্রা শুরু করবেন। তারপর বুধবার দুপুরে কোটা থেকে রাজ্যের উদ্দেশে তিনটি বাস রওনা দিয়েছে। একটি বাস ফিরছে শিলিগুড়ি। তাতে প্রায় ১,০০০ পড়ুয়া আছেন। অপরদুটি বাস রওনা দিয়েছে আসানসোলের ও কলকাতার উদ্দেশে। কোটা জেলা প্রশাসনের দাবি, বাসগুলি সব রাজস্থানের। পাশাপাশি, পড়ুয়াদের জন্য বাসে পর্যাপ্ত পানীয় জল ও শুকনো খাবারের বন্দোবস্ত করা হয়েছে বলে দাবি প্রশাসনের।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলের আকাশে নক্ষত্র পতন, প্রয়াত চুনী গোস্বামী

এরপর বৃহস্পতিবার একটি টুইটবার্তায় পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবারের মধ্যে রাজ্যে পৌঁছে যাবেন পড়ুয়ারা। তিনি বলেন, ‘কোটা থেকে রাজ্যের ২,৩৬৮ পড়ুয়াকে ৯৫ টি বাসে ফিরিয়ে আনা হচ্ছে । তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের আধিকারিকরা। আগামীকালের মধ্যে তাঁরা পৌঁছে যাবেন বলে ধারণা।’

https://twitter.com/alapan1961/status/1255753094580916224

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জয়েন্ট এন্ট্রাস-সহ বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পড়াশোনার জন্য রাজস্থানের কোটায় বাংলার অনেক পড়ুয়া গিয়েছিলেন। কিন্তু, করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন (Lock down) জারি হওয়ার ফলে সেখানে আটকে পড়েছিলেন তাঁরা। এর ফলে ওই পড়ুয়াদের পাশাপাশি চিন্তায় দিন কাটাচ্ছিলেন তাঁদের অভিভাবকরাও।

লকডাউন শুরুর প্রায় ৩৭ দিন পর পড়ুয়ারা রাজ্যে ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবকরা। চওড়া হাসি পড়ুয়াদের মুখেও। কোটায় বাসে ওঠার আগে তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার লখনউ পৌঁছানোর পর আরও একদফায় পরীক্ষা করা হয়েছে। রাজ্যে ফেরার পরও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: পঞ্চভূতে বিলীন ঋষি কাপুর, ভেঙে পড়লেন নিতু, স্তব্ধ রণবীর-আলিয়া,পৌঁছতে পারল না ঋদ্ধিমা,দেখুন ছবি

Exit mobile version