ভারতীয় ফুটবলের আকাশে নক্ষত্র পতন, প্রয়াত চুনী গোস্বামী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা:  প্রয়াত প্রাক্তন ফুটবলার চুণী গোস্বামী৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ এদিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বিকেল ৫টায় হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী ফুটবলার৷

১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। চুনী গোস্বামীর ফুটবলজীবন ছিল অজস্র কীর্তিতে উজ্জ্বল। তবে তার মধ্যেই এশিয়ান গেমসে সোনা জয় ছিল সেরা মুকুট। 

আরও পড়ুন: ‘হিটম্যান’ রোহিতের জন্মদিন: ইডেনে সেঞ্চুরির ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানাল BCCI

১৯৫৭ সালে আন্তর্জাতিক ফুটবলে প্রথম বার পা রেখেছিলেন চুনী। ১৯৬৪ সালে মাত্র ২৭ বছর বয়সে তাঁকে শেষ বার দেখা গিয়েছিল জাতীয় দলের হয়ে। এই সময়ের মধ্যে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও চুনীর নেতৃত্বে ১৯৬৪ সালে এশিয়ান কাপে রানার-আপ হয়েছিল ভারত। ছয় মাস পরে মারডেকা ফুটবলের ফাইনালেও উঠেছিল দল। কিন্তু, ফাইনালে জয় আসেনি। ক্লাব ফুটবলে চুনী শুধু মোহনবাগানের হয়েই খেলেছেন।

কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন আর এক কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ময়দান হারাল আর এক নক্ষত্রকে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে সুগার, প্রসট্রেট ও স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

শুধু ফুটবলার হিসেবেই নন, ক্রিকেটেও অনায়াস প্রতিভা ছিল তাঁর। ১৯৭১-৭২ মরসুমে তিনি রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাকে। তাঁর নেতৃত্বে রঞ্জি ফাইনালে উঠেছিল বাংলা। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে তৎকালীন বোম্বের কাছে হেরেছিল বাংলা।

আরও পড়ুন: Lockdown Look: গালভরা সাদা দাড়ি, কমেছে ওজন, চেনা দায় গাভাসকারকে

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest