Site icon The News Nest

জানেন কি আমফান বিদায় নিলেই দরজায় কড়া নাড়বে এইসব সব সাইক্লোন

Cyclone Amphan

ওয়েব ডেস্ক: আমফান’ শব্দের মানে হল আকাশ। কিন্তু বর্তমানে এটি ত্রাশের আর এক নাম।১৬ বছর আগেই নামকরণ করা হয়েছিল, ঘূর্ণিঝড়টির।বছর খানেক আগে তৈরি হওয়া ঝড়ের তালিকার এটাই শেষ ঝড়। 

আরও পড়ুন: দিঘা থেকে ৫১০ কিমি দূরে আমফান, শুরু বৃষ্টি-দমকা হাওয়া, কোথায় কোথায় ছোবল মারবে জেনে নিন…

প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী আমফানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হল, নিসর্গ (বাংলাদেশের প্রস্তাবিত), গতি (ভারতের প্রস্তাবিত), নিভার (ইরানের প্রস্তাবিত), বুরেভি (মালদ্বীপ প্রস্তাবিত), তৌকতাই (মায়ানমারের প্রস্তাবিত নাম) এবং ইয়াস (ওমান প্রস্তাবিত)।

২০১৮ সালে, WMO আর ESCAP-এর তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। এই পাঁচটি দেশ হল ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী আর ইয়েমেন। এপ্রিলে প্রকাশিত নতুন তালিকায় ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম রয়েছে। তালিকার ১৩টি দেশের থেকে ১৩টি প্রস্তাবিত নাম রয়েছে এখানে।

আমফানের আগে যে ঘূর্ণিঝড়টির সম্মুখীন হয়েছি আমরা, সেটির নাম ‘ফণী’। এই ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ, যার অর্থ হল সাপ। কী ভাবে নামকরণ করা হয় এই ঘূর্ণিঝড়গুলির? আমফানের পরবর্তী ঝড়গুলির নাম কী? আসুন জেনে নেওয়া যাক এই সব খুঁটিনাটি প্রশ্নের উত্তর।

আরও পড়ুন: আমফান’ আগে মাথা হিট করবে, তার পর চোখ, তার পর লেজ…কাল-পরশু ঘরে থাকার পরামর্শ মমতার

Exit mobile version