Site icon The News Nest

আপনি কী এই কয়েকটি স্বপ্ন দেখেন ? সাবধান, হয়ত তাতে লুকিয়ে আছে এই কয়েকটি রোগ

sleeping

Peaceful serene beautiful young lady wear pajamas lying asleep relaxing sleeping in cozy white bed on soft pillow resting covered with blanket enjoying good healthy sleep concept, above top view

The News Nest: স্বপ্ন আমাদের জীবনের নানান ঘটনার আগাম ইঙ্গিত দিয়ে থাকে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী এ সব স্বপ্নই আমাদের জীবনের সঙ্গে জড়িত। আমাদের অবচেতন মনে যা যা চলতে থাকে, তাই ঘুমের সময় স্বপ্নের মাধ্যমে আমরা দেখে থাকি। আজ জানুন, কোন ধরনের স্বপ্ন গভীর রোগের দিকে ইঙ্গিত দেয়।

আরও পড়ুন : শুধু এদেশে নয় বিদেশের মাটিতেও ধুমধাম করে পালিত হয় রথযাত্রা, জানুন কোথায়…

এক নজরে দেখে নিন স্বপ্নগুলি

১। স্বপ্নে নিজেকে কাজল পড়তে দেখার অর্থ, ভবিষ্যতে কোনও শারীরিক কষ্ট ভোগ করতে হতে পারে। এমন স্বপ্ন ছোট বা বড় রোগের দিকে ইশারা করে। এমন স্বপ্ন দেখলে সাবধানে থাকা উচিত।

২। আবার নিজেকে তেল, ঘী, দুধ বা অন্য কোনও দ্রব্য দিয়ে মালিশ করার স্বপ্নও কোনও গভীর রোগের দিকে ইঙ্গিত দেয়।

৩। স্বপ্নে লাল রঙ দেখা দেওয়া অশুভ মনে করা হয়।

৪। আবার স্বপ্নশাস্ত্র অনুযায়ী গাছকাটার স্বপ্ন পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির অসুস্থতার প্রতি ইঙ্গিত করে।

৫। স্বপ্নে কোনও মহিলাকে গান করতে, স্নান করতে বা কাঁদতে দেখাও অশুভ মনে করা হয়। এই স্বপ্নগুলি শারীরিক সমস্যার দিকে ইশারা করে।

আরও পড়ুন : কবে থেকে এবং কীভাবে শুরু হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রা? জেনে নিন অবাক করার মত তথ্য

Exit mobile version