Site icon The News Nest

চিরপরিচিত নারকেল তেল দিয়েই নিষ্প্রাণ চুলে ফিরিয়ে আনুন পুরোনো জেল্লা

coconut oil hair facebook

শুকনো প্রাণহীন চুলের গোছা দেখেই মনটা খারাপ হয়ে যায়? আসলে শীত আসার পর পরই চুলটা যেন আরও শুকনো দেখায়। ঠান্ডা হাওয়া চুলের যে বারোটা বাজিয়ে দিয়ে গেছে, তা থেকে উদ্ধার পেতে চুলের বেশ খানিকটা সময় লেগে যায় এবং শুকনোভাব কাটিয়ে পুরোনো ঝলমলে মসৃণভাব ফিরিয়ে পেতে চুলের দরকার বিশেষ যত্ন।

তবে চিন্তা করবেন না, কারণ চুলের শুকনোভাব দূর করতে আপনার হাতেও আছে একটি মহৌষধ যার নাম নারকেল তেল। চিরপরিচিত নারকেল তেল দিয়ে বানিয়ে নিন কিছু সহজ হেয়ার মাস্ক যা আপনার শুকনো চুলের বিশেষ যত্ন নেবে, নিয়মিত ব্যবহারে ফিরে পাবেন কোমল, মসৃণ চুলের গোছা। এ সব হেয়ার মাস্ক সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতেই, আর আপনার চুল পায় ভরপুর যত্ন!

নারকেল তেল আর মধু
নারকেল তেল আর মধু, এই দুটি উপাদানই আর্দ্রতায় ভরপুর! এই মাস্কটি চুলের গভীরে ময়শ্চার আটকে রাখতে পারে, চুল হয়ে ওঠে মসৃণ আর চকচকে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী অর্গানিক নারকেল তেল হালকা গরম করে নিন, তাতে সমপরিমাণ মধু মেশান। এবার শুকনো চুলে সমানভাবে মেখে নিন। 20 মিনিট রেখে কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করলেই চুলের পুরোনো জেল্লা খুব তাড়াতাড়ি ফিরে পাবেন।

আরও পড়ুন:কালো হয়ে যাচ্ছে ঠোঁট? এই পাঁচ ঘরোয়া পদ্ধতিতেই দূর করুন…

নারকেল তেল আর অ্যাভোকাডো
চুল শুকনো আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত? আপনার দরকার নারকেল তেলের সঙ্গে অ্যাভোকাডোর পুষ্টি। প্রচণ্ড শুকনো চুলেও মসৃণতা ফেরাতে পারে এই মাস্কটি। একটা অ্যাভোকাডো চটকে নিন, তাতে দু’ টেবিলচামচ নারকেল তেল যোগ করে ভালো করে মেশান। পুরো চুলটা কয়েকটা ভাগে ভাগ করে এই মাস্ক আগা থেকে গোড়া পর্যন্ত মেখে নিন। 15 মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার শ্যাম্পুর আগে এই প্যাকটি চুলে মাখতে পারেন।

নারকেল তেল আর ডিম
চুলের গভীরে পুষ্টি পৌঁছিয়ে তা আর্দ্র রাখে নারকেল তেল আর ডিম চুল করে তোলে চকচকে। ডিমের প্রোটিন চুল গোড়া থেকে মজবুতও করে। সুতরাং নিষ্প্রাণ চুলে স্বাস্থ্যের জৌলুস ফেরাতে এই মাস্কটি অত্যন্ত কার্যকর। একটা ডিম ফেটিয়ে নিন, তাতে দু’ টেবিলচামচ নারকেল তেল মেশান। এই মিশ্রণটি ব্রাশ দিয়ে পুরো চুলে ভালোভাবে মেখে নিন। 15-20 মিনিট রেখে শ্যাম্পু করে নিন। শ্যাম্পুতে মিষ্টি গন্ধ থাকলে ডিমের গন্ধ কেটে যাবে। প্রতি সপ্তাহে একবার করুন আর দেখুন কেমন হেসে ওঠে আপনার চুল!

আরও পড়ুন: জানুন কোন ত্বকে কী ধরনের ফেসিয়াল করবেন, মাথায় রাখুন জেল্লা ধরে রাখার সতর্কবিধি

Exit mobile version