Site icon The News Nest

মুখ, চুল থেকে দোলের অবাধ্য রং তোলার কয়েকটি টিপ্‌স

holi 3

বসন্তকে স্বাগত জানানোর এই অনুপম রঙিন দিনটিতে আনন্দে তো অবশ্যই মেতে উঠবেন, কিন্তু সেই সঙ্গে মনে রাখবেন যে বাজারচলতি রঙে যে ধরনের বিপজ্জনক রাসায়নিক মেশানো হয়, তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আপনার ত্বক আর চোখের। তাই কয়েকটি সাবধানতা নিয়ে তবেই প্রাণ ভরে হোলি খেলুন।

রঙ একদিনে রগড়ে তুলতে যাবেন না। একদিনে বেশি ঘষাঘষি করলে ত্বকের ক্ষতি করা হয়। কয়েকদিন অপেক্ষা করলে রং এমনিতেই উঠে যায়। প্রি অ্যান্টি অ্যালার্জিক কোনো ওষুধ খেয়ে রং খেলতে যাওয়া উচিত। রং খেলার পর ত্বকে অতিরিক্ত সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।জেনে নিন রং তোলার কিছু সহজ ঘরোয়া উপায়৷

আরও পড়ুন: ঘরোয়া উপায়ে ব্ল্যাকহেডস দূর করবেন কী ভাবে?

আরও পড়ুন: আলু ভালোবাসেন? এবার তাকে কাজে লাগান রূপটান হিসেবেও

 

Exit mobile version