Site icon The News Nest

বাড়ছে গরমের দাবদাহ, ত্বকের যত্নে ব্যবহার করুন এই ফেসপ্যাক…

papaya face wash

ক্রমেই বাড়ছে গরমের দাবদাহ। এই অবস্থায় ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। কারণ, গরম সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় ত্বক। তাই গরমে আবশ্যই ব্যবহার করুন কয়টি ফেসপ্যাক। রইল গুরুত্বপূর্ণ ফেসপ্যাকের হদিশ।

১. লেবু ও পুদিনার ফেসপ্যাক
গরমে ব্রণ এবং ব্রণর দাগ কমাতে, ত্বক সুস্থ করতে এই প্যাক লাগান। এক্ষেত্রে, ১০-১২ টা পুদিনা পাতা আর এক টেবিলচামচ লেবুর রস নিন। পুদিনা পাতা বেটে তাতে লেবুর রস মেশান। মিশ্রণটি ব্রণর ওপর লাগিয়ে ১৫  মিনিট রাখুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। মুখে ব্রণর উপদ্রব বেশি থাকলে রোজ করতে হবে।

২. বেসন, দুধ আর হলুদের ফেসপ্যাক

বেসন, দুধ আর হলুদ মিশিয়ে প্যাক বানান। একটি পাত্রে কাঁচা হলুদ বাটা, দুধ ও পরিমাণ মতো বেসন নিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। দুধের গুণে ত্বক ময়েশ্চরাইজ হবে, হলুদ ত্বকে জীবানু সংক্রমণ দূর করবে আর বেসন রোমকূপে জমে থাকা ময়লা দূর করবে। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বকে পুষ্টির জোগান হবে।

আরও পড়ুন:  ঘরোয়া পদ্ধতিতে দাঁতের হলুদ দাগ দূর করার উপায়

৩. পেঁপে ও মধুর ফেসপ্যাক

লাগাতে পারেন পেঁপে, কলা ও মধুর প্যাকও। পেঁপে ভালো বেটে নিন। এর সঙ্গে কলা চটকে নিন। তাতে মধু দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কভাব দূর হবে।

আরও পড়ুন: Dry Skin? আপনার জন্য রইল কেয়া শেঠের সামার স্পেশাল টিপস

Exit mobile version