Site icon The News Nest

উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে, জানালেন পার্থ, উত্তর দিলেন মাধ্যমিক নিয়েও

কলকাতা: অগস্টেই প্রকাশিত হতে পারে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল। তেমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ জুলাই শেষ হবে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি।

পরিবর্তিত সূচি মেনে পরীক্ষা শেষ হলে এক মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের বিষয়ে আশাবাদী রাজ্য সরকার। সেই হিসেবে অগস্টের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: এবার করোনার থাবা বাংলার মন্ত্রিসভায়, করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

বুধবার শিক্ষামন্ত্রী জানান , উচ্চ মাধ্যমিকের বাকি থাকা তিনদিনের পরীক্ষা হবে আগামী ২৯ জুন, ২ এবং ৬ জুলাই। সেইমতো সুরক্ষা বিধি এবং আমফানের ফলে আট জেলার পরীক্ষাকেন্দ্রগুলিতে যে ক্ষতি হয়েছে, তা বিবেচনা করে নির্দিষ্ট রূপরেখা তৈরি করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কীভাবে পরীক্ষাকেন্দ্রে আসন পড়বে, কীভাবে জানানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।

তবে মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে, তা খোলসা করেননি শিক্ষামন্ত্রী। তিনি জানান, যত দ্রুত সম্ভব মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা চলছে। কাজও চলছে জোরকদমে।

আরও পড়ুন: এবার অটোতে উঠলেই দিতে হবে দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত ভাড়া! কোন রুটে কত জেনে নিন

Exit mobile version