Site icon The News Nest

৬ প্রসাধন সামগ্রী ভালো রাখতে অতি অবশ্যই রাখুন ফ্রিজে

fridgeproducts scaled

ডিম, মাছ-মাংস, সবজি দিয়ে ভরে থাকে ফ্রিজ। তবে এবার থেকে একটু জায়গা করে এই প্রসাধনীগুলো অবশ্যই ফ্রিজে রাখুন। এতে যেমন সেগুলো দীর্ঘদিন ভালো থাকবে। তেমনই আপনারও নানা উপকার হবে। চট করে একবার চোখ বুলিয়ে দেখে নিন কোন কোন প্রসাধন সামগ্রী চটজলদি ড্রেসিং টেবিল থেকে সরিয়ে ফ্রিজে রাখবেন।

১. নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিম ফ্রিজে রাখুন। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে। আবার নাইট ক্রিম ও ডে ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করলে গরমে আরাম মেলে চটপট।

২. ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকে তা ফ্রিজের ভিতর রাখা থাকলে। এমনকী, ফ্রিজ থেকে বের করে লিপস্টিক পরলে তা দীর্ঘক্ষণ স্টে করে।

আরও পড়ুন: মাছ কেনা, সংরক্ষণ করা ও রান্না করার সহজ কিছু টিপস, যা আপনার অজানা!

৩. ফেসিয়াল মিস্ট এবং টোনারের বোতলও ফ্রিজে রাখতে পারেন। বাইরের থেকে ফিরে ক্লান্ত ত্বক ঠান্ডা টোনার বা মিস্ট ব্যবহার করলে ত্বক জলদি সজীব হয়ে ওঠে।

৪. রোজ ব্যবহার না হলে মাস্কারা রাখুন ফ্রিজে। বাইরে রাখলে তা খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণে আসে।

৫. সুগন্ধিও ফ্রিজে থাকলে ভালো থাকে।

৬. ফ্রিজে অবশ্যই রাখুন নেল পলিশ। এতে এটি জলদি জমাট বেধে যাবে না। এবং নখেও দীর্ঘসময় থাকবে।

আরও পড়ুন: Homecare Tips: ওয়াশিং মেশিন দীর্ঘ দিন ভাল রাখতে চান? এই বিষয়গুলো মাথায় রাখুন

Exit mobile version