Site icon The News Nest

নিয়ম ভাঙলেই শাস্তি, লকডাউন নিয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের

Kolkata shutdownjpg

কলকাতা: করোনার সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে লকডাউন ঘোষণার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে কেউ নিয়ম ভাঙলেই তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। রাজ্যগুলিকে কড়া হাতে লকডাউন নিশ্চিত করতে নির্দেশ কেন্দ্রের।

আরও পড়ুন:করোনা-আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে, কোয়ারেন্টাইনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল

জেনে নিন আইন ভাঙলে কোন ধারায় কী সাজা। 

আইন অনুযায়ী, জোরপূর্বক কেউ যদি লকডাউনের নীতি অমান্য করেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা হবে। সরকারি নির্দেশ অমান্য করলে প্রযোজ্য হবে ১৮৮ ধারা। ২৬৯ ধারা সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে, যা জামিন অযোগ্য। ২৭০ নম্বর ধারাও জামিন অযোগ্য, জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রমণ ব্যাধি ছড়ানোয় এই ধারা প্রযোজ্য। এতে ২ বছর পর্যন্ত জেল হতে পারে। কোয়ারেন্টাইনের আইন ভাঙলে বলবৎ হবে ২৭১ ধারা।

আরও পড়ুন: করোনার জের! শুরুর চার মাস আগেই পিছিয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক

 

 

 

 

রবিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গেও লকডাউনের সিদ্ধান্ত জানানো হয়েছে। সোমবার বিকেল ৫ টা থেকে শুক্রবার ২৭ মার্চ রাত ১২ টা পর্যন্ত জারি থাকবে লকডাউন। পরবর্তীতে কী হবে সেই সিদ্ধান্ত গৃহীত হবে বৈঠকে। লক ডাউন ঘোষণার পরই রাজ্য সরকারের তরফে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যতটা সম্ভব অন্যের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। বিদেশ ফেরত এরাজ্যে বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version