Site icon The News Nest

করোনার কাঁটা! সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

corona pti kolkata

কলকাতা: করোনাভাইরাস আতঙ্কে ইতিমধ্যে একাধিক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ। তবে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।

শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী সোমবার (১৬ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।এর আগেই নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে খড়গপুর IIT। এদিন পর্যন্ত কোনও ক্লাস অথবা সেমিনার কিছুই করা হবে না। সেই মতো আজ সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস এবংপরীক্ষা। এমনকি হোস্টেলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সমস্ত অনুষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। ৩১ মার্চের পর পরবর্তী নির্দেশিকা জারি করবে কর্তৃপক্ষ। ক্লাস বন্ধের নিষেধাজ্ঞা জারি হয়েছে শিবপুপ IIEST-র ও।

আরও পড়ুন: করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃত্যু প্রায় ৫০০০, ভারতে আক্রান্ত বেড়ে ৮১,দিল্লিতে জরুরি সতর্কতা

Exit mobile version