Site icon The News Nest

#SafeHands: নয়া চ্যালেঞ্জ নিলেন দীপিকা-অনুষ্কা, সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন ভিডিও

deepika anushka sharma safe hands challenge

ওয়েব ডেস্ক: করোনাভাইরাসের থাবা পড়েছে ভারতেও। কেরল, দিল্লি, মহারাষ্ট্র হয়ে এবার পশ্চিমবঙ্গেও ঢুকে পড়েছে এই ভয়ঙ্কর ভাইরাস। মানুষকে সচেতন করার কিছুটা দায়িত্ব তুলে নিয়েছেন সেলেবরাও। সোশ্যাল মিডিয়াতে সচেতনতা প্রসারের চেষ্টা করছেন তারকারা। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাডুকোন নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে দীপিকা মুখে মাস্ক পরে বাথরুমে সাবান দিয়ে হাত ধুচ্ছেন। দীপিকা এই ভিডিও শেয়ার করেছেন #SafeHands দিয়ে। দীপিকা পাডুকোন টুইটারে এই চ্যালেঞ্জ নিতে মনোনীত করেছেন বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরারকে।

https://twitter.com/i/status/1239914621676466177

আরও পড়ুন: Coronavirus: জেনে নিন প্রকোপ এড়াতে কী দিয়ে ও কীভাবে হাত ধোবেন?

করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী জুড়ে আতঙ্ক চরমে ৷ চিন, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত দাপিয়ে বেড়াচ্ছে নয়া ভাইরাস ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তবে ত্রাস ছড়াতে আর গুজবে কান না দিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ৷

 

 

 

 

 

এছাড়াও জানানো হয়েছে নিজেদের স্বাস্থ্য সচেতনতাও একটা বড় অংশ করোনাভাইরসের মোকাবিলা করার জন্য ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বারংবার জোর দিচ্ছে হাত সঠিকভাবে পরিষ্কার করার ওপর ৷ তাদের ডিরেক্টর জেনারেলের সেফ হ্যান্ড চ্যালেঞ্জ নিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ নিজের হাত ধোওয়ার ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ বলি ডিভা দেখিয়ে দিলেন ঠিক কীভাবে হাত ধুলে তবেই সেটা প্রকৃত অর্থে জীবাণুদের ধ্বংস করতে পারে ৷

আরও পড়ুন: CORONAVIRUS: লন্ডন থেকে কলকাতায় ফিরেই আইসোলেশনে জিত- মিমি সহ টিম বাজি

মঙ্গলবার ‘সেফ হ্যান্ডস চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন অনুষ্কা শর্মাসকলের কাছে আর্জি জানালেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার। ৩১ বছরের অভিনেত্রী তাঁর হাত ধোয়ার ভিডিও পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে। ভিডিওতে ‘পরি’, ‘এনএইচ১০’-এর অভিনেত্রীকে দেখা গিয়েছে সাবানের সাহায্যে হাত ধুতে। ‘হু’ এবং চিকিৎসকদের পরামর্শ মেনে যেভাবে হাত ধোয়ার কথা বলা হয়েছে সেভাবেই হাত ধুতে দেখা গিয়েছে অনুষ্কাকে। পাশাপাশি ভিডিওয় অভিনেত্রীকে শোনা গিয়েছে সকলের উদ্দেশে পরামর্শ দিতে। হাতের তালুকে অতিরিক্ত যত্নে ধুতে ও জল নষ্ট না করার পরামর্শ দিতে শোনা যায় তাঁকে।

অনুষ্কার সেই ইনস্টাগ্রাম স্টোরির ভিডিওর একটি স্ক্রিনশট রইল নীচে।

 

 

Exit mobile version