Site icon The News Nest

রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী

modi

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ৭০ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন পঞ্জাবে। এ ছাড়া দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমে জোর, শিশু-বৃদ্ধরা ঘরে থাকুন: জেনে নিন করোনা রোধে কেন্দ্রের ছয় কড়া দাওয়াই

পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে দেশবাসীকে সবিস্তার জানাতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণের Live আপডেট জানুন নিউজ নেস্টে।

যা বললেন প্রধানমন্ত্রী:

যাঁরা সেবা করছেন, তালি, থালা, ঘণ্টা বাজিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব।

রবিবার বিকেল পাঁচটায় পাঁচ মিনিট ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি।

সরকারি কর্মী হোক, বিমানবন্দরের কর্মী হোক, সংবাদ মাধ্যমের কর্মী হোক, সবাই নিজেদের কথা না ভেবে অন্যের সেবায় নিয়োজিত।

এরা সবাই বিপদ মাথায় নিয়ে কাজ করছেন।

সাধারণ নাগরিক ঘর থেকে বেরোবেন না।

সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত কার্ফু পালন করুন।

রবিবার জনতা কার্ফু করুন, ঘর থেকে বেরোবেন না, সবাই ঘরে থাকুন।

আরও পড়ুন: করোনার জের, প্রাণ ফিরে পাচ্ছে মানুষের হাতে ক্ষয়ে যাওয়া বিপন্ন প্রকৃতি

সেটা হল জনতা কার্ফু, জনতার মাধ্যমে, জনতার দ্বারা কার্ফু হোক।

৬০ বছরের বেশি বয়সের প্রবীণরা ঘর থেকে বেরবেন না।

কিন্তু বাকি দেশবাসী ঘরে থাকার চেষ্টা করুন।

সরকারি সেবায় যুক্ত যাঁরা, সংবাদ মাধ্যমের কর্মীদের সক্রিয়তা প্রয়োজনীয়।

আরও পড়ুন:  ২৪ ঘণ্টায় মৃত ৪৭৫, করোনার ছোবলে ছন্দহারা ইটালি, হাহাকার ঘরে ঘরে

আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত জরুরি কাজ থাকলে, তবেই ঘর থেকে বেরোন।

আমাদের সবার উচিত সতর্ক থাকা, আপনারা এ দিক সে দিক ঘুরে বেড়াবেন, আর করোনা থেকে বাঁচবেন, এটা সম্ভব নয়।

আজ আমাদের প্রতিজ্ঞা  করতে হবে, আমরা নিজেরা সংক্রামিত হওয়া থেকে বাঁচব, অন্যদেরও বাঁচাব।

Exit mobile version