Site icon The News Nest

করোনায় আক্রান্ত কম্যান্ড হাসপাতালের এক চিকিৎসক, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯

c4

কলকাতা: রাজ্যে এই প্রথম করোনায় আক্রান্ত কোনও চিকিৎসক। আলিপুর কম্যান্ড হাসপাতালে কর্মরত তিনি। বয়স ৫০-এর উপর। পেশায় এই অ্যানাসথেটিস্ট এই ব্যক্তির সোয়াব নমুনা পাঠানো হয় নাইসেডে। রবিবার বিকেলে সেই রিপোর্ট পজেটিভ আসে। স্বভাবতই স্বাস্থ্যমহল এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, কারণ করোনা আক্রান্ত অবস্থাতেই ওই চিকিৎসক বহু রোগী দেখেছেন এবং যেহেতু তিনি ক্রিটিক্যাল কেয়ারের সঙ্গে যুক্ত তাই রোগীদের অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্থে তাঁকে আসতে হয়েছে।

আরও পড়ুন: “শ্রমিকদের আটকাতে রাজ্য সীমানা বন্ধ করুন, নিশ্চিত করুন লকডাউন”, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নাইসেডের পক্ষ থেকে ওই চিকিৎসকের রিপোর্ট তাঁদের কাছে এসেছে। পঞ্চাশোর্ধ ওই চিকিৎসক অ্যানাস্থেসিওলোজিস্ট। তবে কী ভাবে তিনি আক্রান্ত হয়েছেন সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাননি স্বাস্থ্য কর্তারা। ওই চিকিৎসকের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস আছে কি না তাও এখনও স্পষ্ট নয়।

এই চিকিৎসককে ধরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯।

বিস্তারিত আসছে…

Exit mobile version